৯০ হাজার ডলারের নিচে নামলো বিটকয়েন

২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৫৩  
২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৫৩  
৯০ হাজার ডলারের নিচে নামলো বিটকয়েন

বাইবিট এক্সচেঞ্জ থেকে ১.৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ইথার চুরির ঘটনায় ক্রিপ্টো বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির আশঙ্কা, যা বিনিয়োগকারীদের আস্থায় বড় ধাক্কা দিয়েছে। মঙ্গলবার বিটকয়েনের দাম ৭.২৫% কমে ৮৭,১৬৯.৭৬ মার্কিন ডলারে নেমে আসে, যা গত ১৮ নভেম্বরের পর সর্বনিম্ন। খবর রয়টার্স।

বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পরিকল্পনার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন। মার্কিন ট্রেজারি বন্ডের মূল্যবৃদ্ধির কারণে পতন দুই মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমেছে।

ডিজেড ব্যাংকের বিশ্লেষক মার্সেল হাইনরিখসমেয়ার জানান, "ম্যাক্রোইকোনমিক অবস্থাই মূলত ক্রিপ্টো বাজারের পতনের মূল কারণ। বাইবিট হ্যাক ও মেমেকয়েন বাজারের অস্থিরতা বিনিয়োগকারীদের আস্থায় চিড় ধরিয়েছে।"

বিটকয়েনের পাশাপাশি ইথারের দামও ৮.৪৬% কমে ২,৪১৪.২৯ মার্কিন ডলারে নেমেছে, যা অক্টোবরের পর সর্বনিম্ন। এছাড়া ডগিকয়েন, সোলানা ও কার্ডানো প্রায় ২০% দর হারিয়েছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, বাইবিট হ্যাকের তাৎক্ষণিক প্রভাব এতটা না পড়লেও পরে বিনিয়োগকারীদের আস্থা দুর্বল হয়ে পড়েছে, যার ফলে মূল্যপতন তীব্র হয়েছে।

ডিবিটেক/বিএমটি