গুগল প্লে-তে ভূমিকম্পের সতর্কবার্তার বাংলাদশী অ্যাপ প্রকাশ

গুগল প্লে-তে ভূমিকম্পের সতর্কবার্তার বাংলাদশী অ্যাপ প্রকাশ
২৬ নভেম্বর, ২০২৫ ১২:৩৫  

সাম্প্রতিক ভূমিকম্পে উঁচু ভবনগুলোর মতো যেনো কেঁপে ওঠে নাগরিকদের আত্মাও। দেশজুড়ে তাই চলছে ভূকম্পন আতঙ্ক। এমন পরিস্থিতিতে ‘কয়েক সেকেন্ড’ আগেই ভূমিকম্পের বার্তা জানাতে এবার দেশেই ডেভেলপ হলো একটি মোবাইল অ্যাপ ‘আর্থ কোয়াক অ্যালার্ট’।

২৬ নভেম্বর, বৃহস্পতিবার অ্যাপটির অ্যান্ড্রয়েড ভার্সন রিলিজ দিয়েছে গুগল। গুগল প্লে-তে প্রকাশিত নতুন এই অ্যাপটি উন্নয়ন করেছে স্মার্ট সফটওয়্যার লিমিটেড। অ্যাপটিতে রয়েছে রিয়েল টাইপ অ্যালার্ট ছাড়াও কোথায় এবং কতটা গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে তার বিস্তারিত তথ্যসহ থাকছে ভূ-কম্পন সংক্রান্ত ইন্টারঅ্যাক্টিভ মানচিত্র। পৃথিবীর কোথায় কখন ভূমিকম্প হচ্ছে সেই ডেটা ব্যাংকও রয়েছে এই অ্যাপে। 

তবে অ্যাপটি গ্রাহকের কোনো তথ্য সংরক্ষণ না করা এবং তা তৃতীয় পক্ষের সঙ্গে তা ভাগাভাগি না করার অঙ্গীকার করেছে অ্যাপ স্টোরে প্রকাশিত ঘোষণায়। 

অ্যাপটি বিষয়ে স্মার্ট সফটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহীদুল ইসলাম শাহীন জানান, স্যাটেলাইট ইমেজ প্রসেসিং করে এই অ্যাপ তৈরি করা হয়েছে। আপাতত অ্যান্ড্রয়েড প্রকাশ হলেও শিগগিরই অ্যাপটির আইওএস সংস্করণও আসছে। বর্তমানে এটি রিভিউতে রয়েছে। এছাড়াও অ্যাপটির উন্নয়ন এখনও চলমান রয়েছে। 

ডিবিটেক/ইক