নারায়ণগঞ্জে অপোর প্রথম ফ্ল্যাগশিপ স্টোর
বার্ষিক ’ ফ্যানস ফেস্টিভাল’ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশে চালু হতে যাচ্ছে অপোর ‘প্রথম’ ফ্লাগশিপ স্টোর। আগামী ২৭ নভেম্বর অপোর নিজেদের সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের কথা রয়েছে।
২৬ নভেম্বর, বুধবার, অপো বাংলাদেশের পিআর সংস্থা অপাস এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সূত্রটি বলছে, উদ্বোধনীতে উপস্থিত থাকবেন লাইফস্ট্যাইল সচেতন জিয়াউল হক পলাশ, পারসা ইভানা ও রাহিলের মতো তরুণ ও উদীয়মান শিল্পীরা। অপোর কর্মকর্তাদের উপস্থিতিতে এই শিল্পীরা সেখানে অপের শৈল্পীক জাদুর সঙ্গে পরিচিত হবেন এবং ফ্যানদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে নাম উল্লেখ না করে অপো বাংলাদেশের একজন মুখপাত্র ‘র বরাতে বলা হয়, “আমাদের ভিশনে আস্থা রাখেন এমন প্রাণবন্ত কমিউনিটির বার্ষিক উদযাপন ও’ ফ্যানস ফেস্টিভাল। এ বছর আমরা বাংলাদেশে আমাদের বৃহত্তম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের সাথে এই ফেস্টিভালকে যুক্ত করে এটিকে আরও স্মরণীয় করে তুলতে চেয়েছি। এটি উদ্ভাবন, গ্রাহক সন্তুষ্টি ও অর্থবহ ব্র্যান্ড অভিজ্ঞতার প্রতি আমাদের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।
জানাগেছে, ফ্লাগশিপ স্টোরটিতে অপো’র লাইভ ট্রেন্ডি লাইভ প্রো হিসেবে পরিচিত এ৬ প্রো, রেনো ১৪ ৫জি সহ এ সিরিজের বাজেট বান্ধব ফোনগুলো টাচা-অ্যান্ড ফিলের অভিজ্ঞতা নিতে পারবেন অপো ফ্যানরা।
ডিবিটেক/এনও/ইক







