দেশে শাওমির রেডমি ১৫ উন্মোচন

‘এন্ডলেস ব্যাটারি, স্ন্যাপড্রাগন পাওয়ার’ ট্যাগলাইনে বাংলাদেশের বাজারে রেডমি ১৫ উন্মোচন করেছে স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। স্যান্ডি পার্পল, টাইটান গ্রে ও মিডনাইট ব্ল্যাক রঙের ফোনটিতে রয়েছে ৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ও ১৮ ওয়াট রিভার্স এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
এছাড়াও স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ও ১৪৪ রিফ্রেশ রেটের সমন্বয়ে স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম স্ন্যাপড্রাগন প্রসেসর। ক্যামেরা অপশনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও এআই ক্রাফটেড ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
নতুন ফোন নিয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী বলেন, “আমরা রেডমি ১৫ লঞ্চ করেছি, বৃহৎ ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের লং-লাস্টিং ব্যাটারি এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসরের একটি অসাধারণ সমন্বয়ে। আমরা বিশ্বাস করি, এই স্মার্টফোন হবে তাদের নির্ভরযোগ্য সঙ্গী যারা চান নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা এবং এক চার্জেই দীর্ঘস্থায়ী পারফরম্যান্স”।
১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র্যামের এ স্মার্টফোনটির মূল্য যথাক্রমে ১৭ হাজার ৯৯৯ টাকা ও ২০ হাজার ৯৯৯ টাকা।