আইফোন ১৪ ও ১৫-তে এক বছরের জন্য ফ্রি স্যাটেলাইট সুবিধা

১০ সেপ্টেম্বর, ২০২৫  
১০ সেপ্টেম্বর, ২০২৫  
আইফোন ১৪ ও ১৫-তে  এক বছরের জন্য ফ্রি স্যাটেলাইট সুবিধা

অ্যাপলের আইফোন ১৭ ঘোষণার ভেতরে লুকানো ছিল পুরনো মডেলের ব্যবহারকারীদের জন্য বাড়তি সুখবর। আইফোন ১৪ ও ১৫ ব্যবহারকারীরা আরও এক বছরের জন্য বিনামূল্যে স্যাটেলাইট সুবিধা পাবেন। এটি হলো ২০২২ সালে আইফোন ১৪-তে ইমার্জেন্সি এসওএস ভায়া স্যাটেলাইট চালুর পর থেকে অ্যাপলের তৃতীয়বারের মতো ট্রায়াল বাড়ানো। খবর এনগ্যাজেট।

অ্যাপলের বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব দেশে স্যাটেলাইট সুবিধা চালু রয়েছে, সেখানে ৯ সেপ্টেম্বর ২০২৫, রাত ১২টার আগেই সক্রিয় করা আইফোন ১৪ বা ১৫ ডিভাইসগুলো ফ্রি এক্সটেনশন পাবে। তবে আর্মেনিয়া, বেলারুশ, মূল ভূখণ্ড চীন, হংকং, ম্যাকাও, কিরগিজস্তান, কাজাখস্তান ও রাশিয়ায় এই সুবিধা পাওয়া যাবে না।

বর্তমানে স্যাটেলাইট ফিচারের মধ্যে রয়েছে ইমার্জেন্সি এসওএস, মেসেজেস, ফাইন্ড মাই অ্যাকসেস এবং রোডসাইড অ্যাসিস্ট্যান্স। এগুলো পরিচালিত হচ্ছে অ্যাপলের অংশীদার প্রতিষ্ঠান গ্লোবালস্টার-এর মাধ্যমে।

যদিও অ্যাপল কখনও এসব সুবিধার মূল্য জানায়নি, প্রযুক্তি মহলে ধারণা—প্রাণরক্ষাকারী ফিচারের জন্য অর্থ নিলে তা ইতিবাচকের চেয়ে নেতিবাচক প্রচারণা ডেকে আনবে।

ডিবিটেক/বিএমটি