ভিভো ওয়াই১৯এস প্রো

ভেজা হাতেও স্মুথ স্ক্রিন স্ক্রলিং

২৬ মে, ২০২৫  
২৬ মে, ২০২৫  
ভেজা হাতেও  স্মুথ  স্ক্রিন স্ক্রলিং

ঈদকে সামনে রেখে ভিভো ওয়াই সিরিজে যুক্ত হয়েছে ১৯এস প্রো। নতুন ফোনটিতে দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্স, অ্যান্টি-ড্রপ ডিজাইন এবং স্মুথ ডিসপ্লের সমন্বয় ঘটানোর কথা জানিয়েছে নির্মাতারা। 

ফোনের স্পেসিফিকেশন বলছে- এতে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি ৩৮ মিনিটেই ফোনটির অর্ধেক চার্জ সম্পন্ন করবে। ৬০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি একবার চার্জ দিলেই চলবে সারাদিন। নতুন এ স্মার্টফোনটির আছে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন ও এসজিএস ফাইভ স্টার ড্রপ রেসিস্ট্যান্স সার্টিফিকেশন। আর ধূলা-বালি ও পানির ছিটেফোঁটা থেকে রক্ষা করতে আছে আইপি৬৪ রেটিং। ফলে ভেজা হাতেও এই ফোনের স্ক্রিন কাজ করে স্মুথলি।  ৬.৬৮ ইঞ্চির ফোনটির ৯০ হার্জের ডিসপ্লে স্ক্রল, টাইপ কিংবা সোয়াইপ করা যাবে ভেজা হাতেও। 

৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রমের ভ্যারিয়েন্টের ভিভো ওয়াই১৯এস প্রো এর দাম ১৬,৯৯৯ টাকা। আর ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রমের ভ্যারিয়েন্টটি মিলছে ১৫, ৪৯৯ টাকায়।

ভিভো বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ মে থেকে শুরু হওয়া ‘কুলেস্ট ঈদ এভার’ ক্যাম্পেইনে ভিভোর ফোন কিনে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতারা প্রতিদিনই জিতে নিচ্ছেন ফ্রিজ, এসি সহ নানান পুরস্কার।