১২ জনের মস্তিষ্কে নিউরালিংকের ইমপ্লান্ট

১০ সেপ্টেম্বর, ২০২৫  
১০ সেপ্টেম্বর, ২০২৫  
১২ জনের মস্তিষ্কে নিউরালিংকের ইমপ্লান্ট

ইলন মাস্কের মস্তিষ্ক-চিপ প্রতিষ্ঠান নিউরালিংক জানিয়েছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১২ জন মানুষ তাদের ইমপ্লান্ট গ্রহণ করেছেন। জুনে প্রকাশিত আগের তথ্যে দেখা গিয়েছিল, মাত্র সাতজন গুরুতরভাবে পক্ষাঘাতগ্রস্ত রোগী এ চিপ পেয়েছিলেন এবং কেবল চিন্তার মাধ্যমে ডিজিটাল ও বাস্তব সরঞ্জাম নিয়ন্ত্রণ করছিলেন। খবর রয়টার্স।

কোম্পানির তথ্য অনুযায়ী, রোগীরা সম্মিলিতভাবে প্রায় ২,০০০ দিন ইমপ্লান্ট ব্যবহার করেছেন এবং ১৫,০০০ ঘণ্টারও বেশি অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। 

জুলাইয়ে নিউরালিংক ঘোষণা দেয়, তারা যুক্তরাজ্যে একটি ক্লিনিক্যাল গবেষণা শুরু করবে। এ জন্য তারা ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতালস এবং নিউক্যাসল হাসপাতালের সঙ্গে কাজ করছে।

উল্লেখ্য, নিউরালিংক জুনে ৬৫০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে। প্রতিষ্ঠানটি ২০২৪ সালে মানব-পরীক্ষা শুরু করে, এর আগে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) নিরাপত্তাজনিত উদ্বেগে তাদের আবেদন ২০২২ সালে প্রত্যাখ্যান করেছিল।

ডিবিটেক/বিএমটি