নেত্রকোনা ও চট্টগ্রামে বিডিজেএসও’র আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
নেত্রকোনা ও চট্টগ্রাম অঞ্চলের সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও) ২০২৫ এর আঞ্চলিক পর্ব। মোট ৬টি আঞ্চলিক অলিম্পিয়াডের শেষ ধাপে ৩০ আগস্ট, শনিবার চট্টগ্রাম আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার চার শতাধিক শিক্ষার্থী।
সকালে চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. অনিমেষ চক্রবর্তী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি অধ্যাপক ড. আদনান মান্নান, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডায়াবেটিস ও হরমোন বিভাগ এর প্রধান অধ্যাপক ডা. ফারহানা আক্তার, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান জনাব জামশেদ আহমেদ চৌধূরী, সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মোস্তফা জামাল এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি(এসপিএসবি)-এর সভাপতি জনাব মুনির হাসান।
তাদের উপস্থিতেই এই পর্বে এক ঘন্টা পনেরো মিনিটের একটি পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় বিশেষ আকর্ষণ প্রশ্নোত্তর পর্ব। যেখানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রশ্ন করার সু্যোগ পায়।
অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিরা শিক্ষার্থীদের কৌতূহলী মনের নানান প্রশ্নের উত্তর দেন।
এরপর আঞ্চলিক পর্বে বিজয়ীদের মেডেল এবং সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হয় চট্টগ্রাম আঞ্চলিক অলিম্পিয়াড। চট্টগ্রামে প্রাইমারী ক্যাটাগরিতে ১৫ জন, জুনিয়র ক্যাটাগরিতে ২৬ জন এবং সেকেন্ডারি ক্যাটাগরিতে ২১ জন নির্বাচিত শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
এর আগে ২৯ আগস্ট অনুষ্ঠিত নেত্রকনা আঞ্চলিক পর্বে দত্ত উচ্চ বিদ্যালয়ে অংশগ্রহণ করে ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার নির্বাচিত তিন শতাধিক শিক্ষার্থী। দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নেত্রকোনা ব্রাঞ্চ মোঃ আসাদুজ্জামান ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, নেত্রকোনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।
বিডিজেএসও আঞ্চলিক পর্বের বিজয়ীরা অংশ নিবে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বে। জাতীয় পর্ব থেকে নির্বাচিত সেরা ৬০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হবে বিডিজেএসও ক্যাম্প, যেখানে তারা নিবিড় প্রশিক্ষণ ও প্রস্তুতির সুযোগ পা্বে। ক্যাম্পের বিভিন্ন পারফরম্যান্স অনুযায়ী বাছাই করা হবে সেরা ৬ জন প্রতিযোগীকে, যাদের নিয়ে গঠিত হবে ডিসেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড(আইজেএসও)-এর বাংলাদেশ দল।
বরাবরের মতো এবারও বিডিজেএসএও যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।







