সেলিব্রেটিদের অনুমতি ছাড়া ফ্লার্টি চ্যাটবট বানিয়েছে মেটা

৩০ আগষ্ট, ২০২৫ ১৮:৪৯  
৩০ আগষ্ট, ২০২৫ ১৮:৫০  
সেলিব্রেটিদের অনুমতি ছাড়া ফ্লার্টি চ্যাটবট বানিয়েছে মেটা

সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটা অনুমতি ছাড়াই টেইলর সুইফট, সেলেনা গোমেজ, অ্যান হ্যাথাওয়ে ও স্কারলেট জোহানসনের নাম ও চেহারা ব্যবহার করে ফ্লার্টি চ্যাটবট তৈরি করেছে বলে জানিয়েছে রয়টার্স। এসব বট ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের সঙ্গে কথা বলার সময় প্রায়ই নিজেদের আসল তারকা বলে দাবি করত এবং যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করত। খবর রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, কিছু বট মেটার কর্মীরাই তৈরি করেছে এবং প্রাপ্তবয়স্ক তারকাদের অন্তরঙ্গ ছবি তৈরি করেছে, যা মেটার নিজস্ব নীতিমালারও লঙ্ঘন। এমনকি ১৬ বছর বয়সী অভিনেতা ওয়াকার স্কোবেলের বটও তৈরি হয়েছিল, যা বিতর্ক বাড়ায়।

মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন স্বীকার করেছেন, এসব ছবি নীতিমালা ভঙ্গ করেছে এবং কিছু বট সরানো হয়েছে। 

আইন বিশেষজ্ঞরা বলছেন, ক্যালিফোর্নিয়ার “রাইট অব পাবলিসিটি” আইন অনুযায়ী এটি তারকাদের বাণিজ্যিক অধিকারের লঙ্ঘন হতে পারে।

ডিবিটেক/বিএমটি