উইলস লিটলে শুরু বিজ্ঞান সপ্তাহ

২৪ মে, ২০২৫  
২৫ মে, ২০২৫  
উইলস লিটলে শুরু বিজ্ঞান সপ্তাহ

 রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বসছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড। শনিবার জাতীয় শিক্ষা বোর্ডের অধীনে রাজধানীর কাকরাইলে অবস্থিত স্কুলটির আঙিনায় বসে এই উৎসব। সকালে উৎসবে অংশগ্রহণকারীদের দেখা যায় লাইন দিয়ে তথ্য কেন্দ্রে নাম নিবন্ধন করতে। 

 প্রথম দিনে নিবন্ধিত ২৩০টির মধ্যে ১০৫টি প্রকল্প মেলে ধরেন খুদে বিজ্ঞানী ও উদ্ভাবকেরা। এর মধ্যে ছিলো রকেট, পরিবেশ দূষণরোধী স্মার্ট সল্যুশন, আধুনিক কৃষি মাঠ ব্যবস্থাপনা, ড্রোন, রোবট এর মতো নানা প্রকল্প।

স্কুলের শ্রেণী কক্ষে এবং বাইরে অপেক্ষমান শেডের নিচে  এসব প্রকল্প উপস্থাপন করা হয়। সেগুলো ঘুরে ঘুরে দেখেন সতীর্থ শিক্ষার্থীরা। শৃঙ্খলা বজায় রাখতে তৎপর দেখা যায় বিএনসিসি সদস্যদের। 

রবিবার অনুষ্ঠিত হবে বিজ্ঞান সপ্তাহের  কুইজ, অলিম্পিয়াড।

উপস্থাপিত প্রকল্পগুলো বিচারকদের সঙ্গে ঘুরে ঘরে দেখবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোঃ মোকাব্বির হোসেন।

জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে বিজ্ঞান সপ্তাহের অনু্ষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনীরা সুলতানা এবং বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এ বি এম আব্দুস সাত্তার।