মেটার এআই ল্যাবের নেতৃত্বে চ্যাটজিপিটির সহ-নির্মাতা

২৭ জুলাই, ২০২৫ ১৮:৫৬  
২৭ জুলাই, ২০২৫ ১১:৫৬  
মেটার এআই ল্যাবের নেতৃত্বে চ্যাটজিপিটির সহ-নির্মাতা

মেটার নতুন এআই পরিকল্পনার নেতৃত্বে এসেছেন চ্যাটজিপিটির সহ-নির্মাতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক শেংইয়া ঝাও। তিনি এখন মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাবের প্রধান বিজ্ঞানীর দায়িত্বে আছেন। শুক্রবার (২৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ।

জুকারবার্গ জানান, ঝাও মেটার গবেষণায় কৌশলগত দিকনির্দেশনা দেবেন এবং সুপারইন্টেলিজেন্স ল্যাবের নেতৃত্বে থাকবেন। এই ল্যাবটি সরাসরি জুকারবার্গ ও মেটার প্রধান এআই কর্মকর্তা অ্যালেক্স ওয়াংয়ের অধীনে পরিচালিত হচ্ছে। এটি মেটার মূল গবেষণা শাখা ফেয়ারের বাইরের একটি স্বতন্ত্র ইউনিট।

শেংইয়া ঝাও পূর্বে ওপেনএআই-তে কর্মরত ছিলেন এবং সেখানে চ্যাটজিপিটি, জিপিটি-৪ ও ওথ্রি মডেলের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের নেতৃত্ব দেন। মেটার লক্ষ্য এখন কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) অর্জন এবং এআই প্রযুক্তিকে আরও উন্মুক্ত ও সহজলভ্য করা।

জুকারবার্গ আরও জানান, তিনি নিজেই ৫০ সদস্যের একটি সুপারইন্টেলিজেন্স টিম গঠনের নেতৃত্ব দিচ্ছেন, যেখানে সম্প্রতি ওপেনএআই থেকে আরও তিনজন গবেষক—লুকাস বেয়ার, আলেক্সানডার কোলেসনিকভ ও শাহুয়া জাই—যোগ দিয়েছেন।

উল্লেখ্য, মেটার লামা-৪ মডেল প্রত্যাশা অনুযায়ী সাড়া না পাওয়ায় প্রতিষ্ঠানটি নতুন করে এআই কৌশল নির্ধারণ করেছে এবং শীর্ষস্থানীয় গবেষকদের আকর্ষণে উদার আর্থিক প্রস্তাব দিচ্ছে।

ডিবিটেক/বিএমটি