আইএসপি ইউনাইটেডের ভূমিধ্বস জয়
 
                                আইএসপিএবি নির্বাচনে ভোট পড়েছে ৮৫ শতাংশ, ফল গণনার অপেক্ষা ঢাকা: দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাধারণ সদস্য ক্যাটাগরিতে সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে 'আইএসপি ইউনাইটেড’। এই প্যানেলের ৯ জন এর মধ্যেই জিতেছেন ৮ জন। ২৬২ ভোটারের মধ্যে ভোট দেন ২২৯জন।
বৈধ ভোটে এই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন কেএস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁঞা (২০১ ), আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হাকিম ( ১৯০), ইনভেনশন টেকনোলজিস লিমিটেডের সিটিও মো: মিঠু হাওলাদার(১৮৫), রেড ডাটা (প্রা) লিমিটেড সিইও মঈন উদ্দিন আহমেদ ( ১৮০), মাজেদা নেটওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান নেয়ামুল হক খান ( ১৭৯), ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন ( ১৭৭), আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক (১৬৪ ) এবং সার্কেল নেটওয়ার্ক সিইও মাহবুব আলম (রাজু) ( ১৬০)। এছাড়া স্বতন্ত্র থেকে বিজয়ী হয়েছেন সাব্বির আহমেদ(১৫৫)।
 
আর ১২৯ ভোট পেয়ে ইউনেটড থেকে ছিটকে গেছেন অন্তরঙ্গ ডট কম লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান সুজন। জিততে না পরা স্বতন্ত্র্য প্রার্থীদের মধ্যে শরিফুল ইসলাম ১৩৪, মোঃ ইরফান উদ্দিন সাইমুন ৬৩, আজহারুল হক চৌধুরী ৫১ এবং মোঃ রেজাউল ইসলাম ২১ ভোট পেয়েছেন।
শনিবার (১৭ মে) রাজধানীর শাহবাগের মিন্টু রোডে অবস্থিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলে। পরে রাত. সাধারণ সদস্য ক্যাটাগরির ফল ঘোষণা করে নির্বাচন বোর্ড।
নির্বাচন কমিশন জানায়, সাধারণ সদস্য ক্যাটাগরিতে ২৬২ ভোটের মধ্যে ভোট পড়েছে ২২৯ টি। সাধারণ সদস্য ক্যাটাগরিতে ভোট পড়েছে ৮৭ শতাংশ। আর সহযোগী সদস্য পদে ৬৬২ ভোটের মধ্যে ভোট পড়েছে ৫৫৭ টি। এই ক্যাটাগরিতে ভোট পড়েছে ৮৪ শতাংশ। ফলে গড়ে ৮৫ শতাংশ ভোট পড়েছে। জানা গেছে, সাধারণ সদস্য ক্যাটাগরিতে ৮ টি ভোট বাতিল হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, আইএসপিএবির নির্বাচনে এবার ১৩টি পরিচালক পদের বিপরীতে লড়ছেন ২৪ জন। সাধারণ সদস্য ক্যাটাগরিতে ৯ পদের বিপরীতে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ফল ঘোষণার সময় আইএসপিএবি নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর এডভোকেট মোহাম্মদ আলী বিজয়ী ব্যাবসায়ীদের কাছে ইন্টারনেটের দাম আরো সুলভ করার দাবি জানান। তিনি বলেন, নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে অত্যন্ত স্বতস্ফূর্ত ও সৌহার্দ্যপূর্ণ এবং স্বচ্ছতার সঙ্গে ভোট গ্রহণে এবার আমরা কেন্দ্রে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস অ্যালাও করিনি। ফলে আগের বারে বুথে ছবি বাইরে নিয়ে যেয়ে ভোটারদের প্রভাবিত করার যে অপচেষ্টা হয়েছিলো এবার তার সুযোগ আগেই বন্ধ করা হয়েছে। ভোটারদের ভোট দানের স্থানটি খোলামেলা ও স্বচ্ছ রাখা হয়েছে। সবই ঘটেছে সবার চোখের সামনে।
এসময় নির্বাচন বোর্ড সদস্য সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট মো: এরশাদ হোসেন (রাশেদ) এবং সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট রাকিব হোসেন উপস্থিত ছিলেন।
নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড: একে এম শামছুল ইসলাম এবং সদস্য হিসেবে লে. কর্ণেল আহম্মদ দানিয়া ইসলাম (অব.) ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর এডভোকেট মো: নিহার হোসেন (ফারুক) দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও আইএসপিএবি সেক্রেটারিয়েটের সচিব বিজয় কুমার পাল এবং ম্যানেজার মোঃ মইনুল ইসলাম নির্বাচনে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনকে সামনে রেখে আইএসপিএবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সর্বোচ্চ ভোট প্রাপ্ত সাধারণ সদস্য শ্রেণী থেকে ৯ জন ও সহযোগী সদস্য শ্রেণী থেকে থেকে ৪ জনসহ মোট ১৩ জনকে নির্বাচিত ঘোষণা করা হবে। পরবর্র্তীতে আগামী ১৯ মে নির্বাচিত এই ১৩ জন তাদের মধ্য হতে কার্যনির্বাহী কমিটিতে পদ বণ্টনের নির্বাচন করবেন।’
 
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                




 
                                             
                                             
                                             
                                             
                                            

 
                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
