আইএসপি ইউনাইটেডের ভূমিধ্বস জয়

১৭ মে, ২০২৫  
১৮ মে, ২০২৫  
আইএসপি ইউনাইটেডের ভূমিধ্বস জয়

আইএসপিএবি নির্বাচনে ভোট পড়েছে ৮৫ শতাংশ, ফল গণনার অপেক্ষা ঢাকা: দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাধারণ সদস্য ক্যাটাগরিতে সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে 'আইএসপি ইউনাইটেড’। এই প্যানেলের ৯ জন এর মধ্যেই জিতেছেন ৮ জন। ২৬২ ভোটারের মধ্যে ভোট দেন ২২৯জন।

বৈধ ভোটে এই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন কেএস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁঞা (২০১ ), আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হাকিম ( ১৯০), ইনভেনশন টেকনোলজিস লিমিটেডের সিটিও মো: মিঠু হাওলাদার(১৮৫), রেড ডাটা (প্রা) লিমিটেড সিইও মঈন উদ্দিন আহমেদ ( ১৮০), মাজেদা নেটওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান নেয়ামুল হক খান ( ১৭৯), ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন ( ১৭৭), আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক (১৬৪ ) এবং সার্কেল নেটওয়ার্ক সিইও মাহবুব আলম (রাজু) ( ১৬০)। এছাড়া স্বতন্ত্র থেকে বিজয়ী হয়েছেন সাব্বির আহমেদ(১৫৫)। 

আর ১২৯ ভোট পেয়ে ইউনেটড থেকে ছিটকে গেছেন অন্তরঙ্গ ডট কম লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান সুজন। জিততে না পরা স্বতন্ত্র্য প্রার্থীদের মধ্যে শরিফুল ইসলাম ১৩৪, মোঃ ইরফান উদ্দিন সাইমুন ৬৩, আজহারুল হক চৌধুরী ৫১ এবং মোঃ রেজাউল ইসলাম ২১ ভোট পেয়েছেন।  

শনিবার (১৭ মে) রাজধানীর শাহবাগের মিন্টু রোডে অবস্থিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলে। পরে রাত. সাধারণ সদস্য ক্যাটাগরির ফল ঘোষণা করে নির্বাচন বোর্ড। 

নির্বাচন কমিশন জানায়, সাধারণ সদস্য ক্যাটাগরিতে ২৬২ ভোটের মধ্যে ভোট পড়েছে ২২৯ টি। সাধারণ সদস্য ক্যাটাগরিতে ভোট পড়েছে ৮৭ শতাংশ। আর সহযোগী সদস্য পদে ৬৬২ ভোটের মধ্যে ভোট পড়েছে ৫৫৭ টি। এই ক্যাটাগরিতে ভোট পড়েছে ৮৪ শতাংশ। ফলে গড়ে ৮৫ শতাংশ ভোট পড়েছে। জানা গেছে, সাধারণ সদস্য ক্যাটাগরিতে ৮ টি ভোট বাতিল হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, আইএসপিএবির নির্বাচনে এবার ১৩টি পরিচালক পদের বিপরীতে লড়ছেন ২৪ জন। সাধারণ সদস্য ক্যাটাগরিতে ৯ পদের বিপরীতে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

ফল ঘোষণার সময় আইএসপিএবি নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর এডভোকেট মোহাম্মদ আলী বিজয়ী ব্যাবসায়ীদের কাছে ইন্টারনেটের দাম আরো সুলভ করার দাবি জানান। তিনি বলেন, নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে অত্যন্ত স্বতস্ফূর্ত ও সৌহার্দ্যপূর্ণ এবং স্বচ্ছতার সঙ্গে ভোট গ্রহণে এবার আমরা কেন্দ্রে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস অ্যালাও করিনি। ফলে আগের বারে বুথে ছবি বাইরে নিয়ে যেয়ে ভোটারদের প্রভাবিত করার যে অপচেষ্টা হয়েছিলো এবার তার সুযোগ আগেই বন্ধ করা হয়েছে। ভোটারদের ভোট দানের স্থানটি খোলামেলা ও স্বচ্ছ রাখা হয়েছে। সবই ঘটেছে সবার চোখের সামনে। 

এসময় নির্বাচন বোর্ড সদস্য সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট মো: এরশাদ হোসেন (রাশেদ) এবং সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট রাকিব হোসেন উপস্থিত ছিলেন।

নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড: একে এম শামছুল ইসলাম এবং সদস্য হিসেবে লে. কর্ণেল আহম্মদ দানিয়া ইসলাম (অব.) ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর এডভোকেট মো: নিহার হোসেন (ফারুক) দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও আইএসপিএবি সেক্রেটারিয়েটের সচিব বিজয় কুমার পাল এবং ম্যানেজার মোঃ মইনুল ইসলাম নির্বাচনে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনকে সামনে রেখে আইএসপিএবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সর্বোচ্চ ভোট প্রাপ্ত সাধারণ সদস্য শ্রেণী থেকে ৯ জন ও সহযোগী সদস্য শ্রেণী থেকে থেকে ৪ জনসহ মোট ১৩ জনকে নির্বাচিত ঘোষণা করা হবে। পরবর্র্তীতে আগামী ১৯ মে নির্বাচিত এই ১৩ জন তাদের মধ্য হতে কার্যনির্বাহী কমিটিতে পদ বণ্টনের নির্বাচন করবেন।’