সাইবার হ্যাকাথন চ্যাম্পিয়ন বুয়েট অসিলেটিং পান্ডাস

১৭ মে, ২০২৫  
১৮ মে, ২০২৫  
সাইবার হ্যাকাথন চ্যাম্পিয়ন বুয়েট  অসিলেটিং পান্ডাস

বিশ্বটেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস প্রথম বারের মতো অনুষ্ঠিত সাইবার হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বুয়েটের অসিনেটিং পান্ডাস। প্রথম রানার্সআপ হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ও সরকারি হাজী মোঃ মহসিন কলেজ থেকে অংশ নেয়া দল রেড রেবেলস। দ্বিতীয় রানার্সআপ হয়েছে ব্রহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও দিনাজপুর পলিটেকনিস ইনস্টিটিউট এবং হাজী আসমত সরকারি কলেজের শিক্ষার্থীদের দল টিংটিং।

প্রতিযোগিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির দল রিপ্রো রেবেলস চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে স্বগতিক দল এমআইএসটি শহীদ ইয়ামিন ফরএভার। 

শনিবার বিটিআরসি সম্মেলন কেন্দ্রে বিজয়ীদলগুলোর হাতে সম্মাননা ও পুরস্কারের চেক তুলে দেয়া হয়। সম্মাননা হিসেবে বুয়েটের অসিনেটিং পান্ডাস ১ লাখ ৫০ হাজার, রেড রেবেলস ১ লাখ ২৫ হাজার টাকা,  টিংটিং ১ লাখ টাকা, রিপ্রো রেবেলস ৭৫হাজার এবং এমআইএসটি দলের হাতে ক্রেস্টের সঙ্গে ৫০ হাজার টাকার ডামি চেক তুলে দেন যুব উপদেষ্টা আসিফ আহমেদ সজীব ভূঁইয়া। এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব (রুটিন দায়িত্ব) মো. জহিরুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী উপস্থিত ছিলেন। 

সম্মাননা প্রাপ্ত চ্যাম্পিয়ন দল বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা হলেন- মোঃ নাজমুস সাকিব, সৌম্য সৌকর্য, জাবের আহমেদ এবং এএইচ এম ফুয়াদ। প্রতিযোগিতায় তারা সবচেয়ে কম সময়ে সর্বোচ্চ ফ্লাগ করে ৩৩৫০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। 

প্রতিযোগিতায় অসিন্ট মোডে ছয়টি’র মধ্যে দুইটির সমাধান দিতে গিয়ে টাইম আউট হয়। হোঁচট কাটিয়ে পরের ধাপ রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে দুর্দান্ত খেলেছে বুয়েটের অসিনেটিং প্যান্ডা। যথারীতি পন, স্টেগ্যানোগ্রাফি এবং ক্রিপ্টো প্রতিটি ধাপেই দৃঢ়তার সঙ্গে সাইবার হুমকী সনাক্ত করে কোয়ারেন্টাইন করতে সক্ষম হয় দলটি। 

রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (MIST) মিলনায়তনে শুক্রবার  সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় হ্যাকাথন।

এতে প্রথম রানার্সআপ দলের সদস্যরা হলেন- চট্টগ্রাম মেডিকেল কলেজের মুত্তাকিম চৌধুরী সিফাত, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এফাদুল ইসলাম সরকার ও মুসাব্বির হাসান রাতুল এবং হাজী মোহাম্মদ মহসিন কলেজের মোহাম্মদ হৃদয়। 

দ্বিতীয় রানার্সআপ হয়েছেন-  ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট রবিউল আউয়াল গগন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির করিমুল ইসলাম শেজান, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের মো. তারেক আহমেদ জনি এবং হাজী আসমত সরকারী কলেজের শিক্ষার্থী গোলাম রাব্বানী। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দল রিপ্রো রেবেলস দলের সদস্যরা হলেন- মো. খায়রুল ইসলাম,  ফিরোজ তাসনিম স্নেহা, স্পন্দন রেমা ও আহম্মদ তৌসিফ মাঈন। 

আর ২৯৫০ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থান অধিকার করা এমআইএসটি শহীদ_ইয়ামিন_ফরেভার দলের সদস্যরা হলেন- শাফে শাদমান তনয়, ইফতেখার উল ইসলাম ইফতি,এম এম তামিম শরীফ ও সাইফ আহমেদ। 

প্রতিযোগিতা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট এমআইএসটি  শিক্ষক লেফটেন্যান্ট কর্নেল বাসার জানান, গত ৫ মে সিদ্ধান্ত হয় এই সাবার ড্রিলের। এরপর ৭মে শুরু হয় অনলাইনে নিবন্ধন।  নিবন্ধন চলে ১১ মে পর্যন্ত । এই সময়ে নিবন্ধন করে ১৯২ দল। এদের মধ্যে অনলাইনে বাছাই পর্বে চূড়ান্ত হ্যাকাথনের জন্য নির্বাচিত হয় ৩৫টি দল। দলগুলো এমআইএসটি-তে অনসাইটে বসে চূড়ান্ত পর্বে। সেখানে তাদের সামনে দেয়া হয় ৬০টি প্রবলেম সেট।