বিটিআরসি ও বিসিএসআইআর-এ দুদকের হানা

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে মঙ্গলবার (২২ এপ্রিল) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিয়োগ বিধি উপেক্ষা করে জুনিয়র পরামর্শককে রাজস্বখাতের বিভিন্ন পদে নিয়োগ করার বিষয়ে এই অভিযান পরিচালনা করে দুদক এনফোর্সমেন্ট ইউনিট।
দুদক সূত্র জানায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও পদোন্নতিতে বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির তথ্য তাদের কাছে ছিল। বিভিন্ন সূত্রে প্রাপ্ত সেসব তথ্য খতিয়ে দেখতে এই অভিযান চালানো হয়েছে। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম নিয়োগ ও পদোন্নতিসংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে।
অভিযানে বয়স শিথিলতার শর্ত পালনের ক্ষেত্রে সরকারি বিধি লঙ্ঘন করে রাজস্বখাতে নিয়োগ এবং বিধিবহির্ভূতভাবে প্রকল্প থেকে রাজস্বখাতে নিয়োগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুদক। এ বিষয়ে এনফোর্সমেন্ট টিম পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য কমিশনে বিস্তারিত প্রতিবেদন দেয়ার কথা রয়েছে।
এদিকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এ প্রায় ৬ কোটি টাকায় ৪টি বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টেন্ডার ডকুমেন্ট পর্যালোচনায় প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার অসাধু উদ্দেশ্যে বিশেষ শর্ত আরোপপূর্বক টেন্ডার স্পেসিফিকেশন প্রস্তুত করা হয়েছে। যার ফলে টেকনিক্যাল ইভাল্যুয়েশনে মাত্র একটি করে দরদাতা রেস্পন্সিভ হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টতা যাচাইয়ের লক্ষ্যে রেকর্ডপত্র পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।