ফেসবুকে অশালীন মন্তব্য করে চাকরি হারালেন এনজিও কর্মী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার ফেসবুক কমেন্টে অশালীন মন্তব্য করে চাকরিচ্যুত হয়েছেন সাজিদা ফাউন্ডেশনের একজন উন্নয়ন কর্মী। তার নাম রাকিব হাসান। রাকিবের প্রোফাইল বলছে তিনি সাজেদা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার। এর আগে ব্র্যাক-এ কাজ করেছেন ইন্টার্ন এইচআর হিসেবে। এর আগে স্যাফেয়ার ব্র্যান্ডের টেরিটরি সেলস এক্সিকিউটিভ এবং বাংলালিংক ডিজিটালের কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তার বিরুদ্ধে সাজেদা ফাউন্ডেশনের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ঘটনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন নেটিজেনরা।
বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ সংক্রান্ত ই–মেইল শেয়ার করেছেন অভিনেত্রী। শবনম ফারিয়া লিখেছেন, “আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তারা খুবই সিরিয়াসলি নিয়েছেন। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।”
সহিংসতা কেবল শারীরিক নয়, এটা হতে পারে অনলাইন বা রাস্তায় হয়রানি বা অন্য যেকোনো ধরনের ভীতি প্রদর্শন। কোনোটিই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেছেন ফারিয়া।
নিজের পোস্টের শেষে অভিযুক্ত রাকিবুলকে চাকরিচ্যুত করায় বেসরকারি প্রতিষ্ঠানটিকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন শবনম ফারিয়া। তিনি মনে করেন, এভাবেই পরিবর্তন হতে পারে। সবাই মিলে প্রতিবাদ জানানোর আহ্বানও জানান তিনি।
এর আগে, গত ১৮ মার্চ জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠার কয়েকটি ভিডিও ক্লিপ নিজের পেজে শেয়ার করে অভিনেত্রী। এরমধ্যে একটি ক্লিপে অভিনেত্রী শবনম ফারিয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায়, আমি তাসকিনের পাশে দাঁড়াব না। আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া, তুমি আসো।
শবনম ফারিয়ার সরল স্বীকারোক্তির সেই ভিডিও ক্লিপের মন্তব্যের ঘরে অশালীন মন্তব্য করেন করেন রাকিবুল হাসান নামের ওই ব্যক্তি। পরে ওই ব্যক্তির মন্তব্যের স্ক্রিনশটসহ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান অভিনেত্রী। এর পরদিনই ওই কর্মীর বিরুদ্ধে তদন্ত চলমান জানিয়ে ফেসবুকে পোস্ট করে বেসরকারি প্রতিষ্ঠান সাজিদা ফাউন্ডেশন। রাকিবুল ওই প্রতিষ্ঠানের কর্মী। ২৩ মার্চ সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে ফারিয়া জানিয়েছেন, রাকিবুল হাসানকে চাকরিচ্যুত করে সাজিদা ফাউন্ডেশন।
রাকিবুলের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইলের ছবি তুলে ধরে শবনম ফারিয়া লিখেছিলেন, “গতকাল আমরা অনেকদিন পর একটা খুব সুন্দর ইভেন্টে গিয়েছিলাম, সেখানের একটা ক্লিপে দেখা যায়, আমি হাসতে হাসতে বলছি, তাসকিনের পাশে দাঁড়াব না, আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া তুমি আসো। যেহেতু তাসকিন আর আমি পূর্ব পরিচিত, একদমই খুনসুটি থেকেই বলা, সেখানে এই ভদ্রলোক নিচের মার্ক করা এই কমেন্ট করেছে।”