হিথ্রো থেকে দিনশেষে ৮ টি ফ্লাইটের ছাড়পত্র

২১ মার্চ, ২০২৫  
২২ মার্চ, ২০২৫  
হিথ্রো থেকে দিনশেষে ৮ টি ফ্লাইটের  ছাড়পত্র

বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কারণে শুক্রবার সারাদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিললন্ডনে অবস্থিত বিশ্বের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দর হিথ্রো। তবে পরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দিনশেষে কিছু ফ্লাইট চালু করা হবে। এখন বিমানবন্দরের ব্যাকআপ জেনারেটরগুলো কাজ করছে।

বিবিসি’র খবরে প্রকাশ, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দূর পথের ৮ টি ফ্লাইট বিমানবন্দর ছেড়ে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। যাত্রীদের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করা হচ্ছে যাতে তারা সময়মত বিমানবন্দরে পৌঁছতে পারেন। এই ৮ টি ফ্লাইট হচ্ছে- জোহানেসবার্গ, সিঙ্গাপুর, রিয়াদ, কেপটাউন, সিডনি ও বুয়েনস আইরেসগামী ফ্লাইট।

ফ্লাইটরাডার২৪ নামের একটি ফ্লাইট ট্র্যাকার জানিয়েছে, শুক্রবার (২১ মার্চ) লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকায় এক হাজার ৩৫১টি ফ্লাইট চলাচল ব্যহত হয়েছে।

আন্তর্জাতিক ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরের একটি হিথ্রো। কেবল চলতি বছরের জানুয়ারিতেই এই বিমানবন্দর দিয়ে ৬৩ লাখ যাত্রী ভ্রমণ করেছেন। গত বছরের একই সময়ের চেয়ে যা পাঁচ শতাংশ বেশি।

এর আগে ২০২৩ সালে বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় যুক্তরাজ্যের বিভিন্ন বিমানবন্দরে প্লেন চলাচলের বিলম্ব হয়েছিল। তখন বেশ কয়েকদিন ধরে দেশটিজুড়ে বিমান উড্ডয়ন ও অবতরণ হয়েছিল ধীর গতিতে।

অগ্নিকাণ্ডের পর ইউনাইটেড এয়ারলাইনসের সাতটি ফ্লাইটকে ফিরে যেতে হয়েছে কিংবা অন্য বিমানবন্দরে গিয়ে অবতরণ করতে হয়েছে।অগ্নিকাণ্ডের জন্য লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট শাট-ডাউন থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল বন্ধ রাখা হয়েছে। এরই মধ্যে একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে।

শুক্রবার (২১ মার্চ) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, আজ লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জন্য বিমানবন্দর শাট-ডাউন করা হয়েছে। এই কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ২০১/২০২ সকাল ৮টা ৪২ মিনিটে ঢাকা থেকে সিলেট অবতরণ করে সিলেট থেকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশে সকাল ১০টা ৪৬ মিনিটে উড্ডয়ন করে। যাত্রা পথে হিথ্রো এয়ারপোর্ট বন্ধের তথ্য পাওয়ার পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইট দুপুর ১টা ৫২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। বিমানের ২৪৯ জন যাত্রীর বিমানের নির্ধারিত হোটেলে রাখা হয়েছে।

তিনি আরও জানান, লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার তথ্য পাওয়ার পরে আজকের ফ্লাইটের যাত্রীদের জন্য লন্ডনের উদ্দেশ্যে ফ্লাইট পরিচালনা করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনের ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিমান কল সেন্টারে (১৩৬৩৬) যোগাযোগ করতে বলা হয়েছে।

অনাকাঙ্ক্ষিত এবং নিয়ন্ত্রণ বহির্ভূত পরিস্থিতিতে ওই ফ্লাইটের যাত্রীদের দুর্ভোগের জন্য বিমান বিশেষভাবে দুঃখ প্রকাশ করেছে।