ইন্টেলের অল্টেরা ইউনিটের শেয়ার কিনতে চায় সিলভার লেক

Feb 19, 2025 - 11:29
Feb 19, 2025 - 11:29
ইন্টেলের অল্টেরা ইউনিটের শেয়ার কিনতে চায় সিলভার লেক

বিশ্বখ্যাত বিনিয়োগ প্রতিষ্ঠান সিলভার লেক ইন্টেলের প্রোগ্রামেবল চিপ ব্যবসা অল্টেরার অধিকাংশ শেয়ার কিনতে একচেটিয়া আলোচনায় রয়েছে। এই চুক্তির সম্ভাব্য মূল্য প্রায় ৯ বিলিয়ন ডলার। খবর রয়টার্স।

সিলভার লেক বর্তমানে বিনিয়োগের বিস্তারিত চূড়ান্ত করছে। তবে অংশীদারিত্বের সঠিক পরিমাণ এখনো নির্ধারিত হয়নি এবং আলোচনা বিলম্বিত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক ব্যক্তি।

২০১৫ সালে ইন্টেল প্রায় ১৭ বিলিয়ন ডলারে অল্টেরা কিনেছিল। এর আগে, সিলভার লেক ও বেইন ক্যাপিটালসহ কয়েকটি প্রতিষ্ঠান অল্টেরার সংখ্যালঘু শেয়ার কেনার প্রতিযোগিতায় ছিল বলে গত নভেম্বরে রয়টার্স এক প্রতিবেদনে জানায়।

এই লেনদেন ইন্টেলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ প্রতিষ্ঠানটি ব্যয় সংকোচনের অংশ হিসেবে কিছু ব্যবসা বিক্রির পরিকল্পনা করছে। গত অক্টোবরে তৎকালীন ইন্টেল সিইও প্যাট গেলসিঙ্গার বলেছিলেন, অল্টেরার শেয়ার বিক্রির মাধ্যমে ভবিষ্যতে এটি শেয়ারবাজারে আনার পরিকল্পনা রয়েছে।

এদিকে, ইন্টেলের প্রতিদ্বন্দ্বী তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) ও ব্রডকম ইন্টেলের ব্যবসা বিভক্ত করার সম্ভাব্য চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে।

ডিবিটেক/বিএমটি