প্রথম  ব্রডকাস্ট সম্মেলন 

আইসিবিসি এক্সপো-তে অটুট ঐক্যের ডাক

২২ মে, ২০২৫  
২৩ মে, ২০২৫  
আইসিবিসি এক্সপো-তে অটুট ঐক্যের ডাক

নতুন প্রযুক্তি গ্রহণ এবং সুদৃঢ় বন্ধনের মাধ্যমে দেশের ব্রডকাস্ট খাতকে নতুন মাত্রায় নিয়ে যাওয়া সম্ভব। সেই স্বপ্ন থেকেই প্রথমবারের মতো এক ছাদের নিচে মিলিত হলেন দেশের অধিকাংশ টেলিভিশন প্রতিষ্ঠান, ক্যাবল অপারেটর, আইএসপি, আইআইজি ও এনটিটিএন এবং সংশ্লিষ্ট সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবসায়ীরা। ব্রডকাস্ট, হার্ডওয়্যার, ওটিটি প্লাটফর্ম, ক্লাউড প্রযুক্তি ও স্টার্ট টিভি সল্যুশনের নানা বিষয় তুলে ধরা হচ্ছে দেশের প্রথম আইসিবিএস এক্সপো ২০২৫। 

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের পশ্চিম দিকের টেন্টে ৯৬টি স্টলে নিজেদের সেবার পসরা নিয়ে বসেছে ৬২টি প্রতিষ্ঠান। সবার স্টলেই রয়েছে অন্তত একটা করে স্মার্ট টিভি। যেখানে উপস্থাপন করা হচ্ছে প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সেবা। সেবাগুলো দর্শনার্থীদের পাশাপাশি প্রদর্শক কিংবা ব্যবসায় অংশীদারদের সঙ্গে শেয়ার করছেন তারা। দিচ্ছেন ব্রুশিয়র। আবার চকলেট থেকে শুরু করে দর্শনার্থীদের দেয়া হচ্ছে কলম, পেপার ওয়েট, চাবির রিং এর মতো বাহারি উপহার।

মেলায় অন্যান্য প্রতিষ্ঠানের মতো দেশের শীর্ষ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশন লিমিটেড ও আয়না স্কোপের  যমজ স্টলে স্টলে বসেছে একইসঙ্গে ইন্টারনেট ও বিনোদনের মেলা। সেখানে ন্যাশনওয়াইড আইএসপি প্রতিষ্ঠানটির বিভিন্ন প্যাকেজের পাশাপাশি ঈদ উপলক্ষ্যে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগে ২০ শতাংশ ছাড় দিচ্ছে। এ ছাড়া এককালীন ৬ মাসের আগাম বিল পরিশোধ করে সংযোগ নিলে পরবর্তী অর্থাৎ সপ্তম মাসে বিল ফ্রি’র অফারও দেওয়া হচ্ছে মেলার স্টল থেকে। এ ছাড়া ওটিটি ও আইপিটিভি সার্ভিস প্রোভাইডার ‘আয়না স্কোপ’ ক্যাবল টিভি ও আইএসপি প্রতিষ্ঠানের জন্য কাস্টমাইজড ওটিটি এবং আইপি টিভির সফটওয়্যার সল্যুশন দিচ্ছে।  কন্টেন্ট সহ সার্ভিস দিতে অফার করেছে সিডিএন সাপোর্টও। 

এই স্টলটি পেরিয়ে হাতের ডানে কিছুটা এগিয়ে গেলেই দেখা যায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির (বিএসসিএল) স্টল থেকে দেয়া হচ্ছে স্টারলিংকের স্বাদ। কাগজে ছাপা কিউআর স্ক্যান করে দর্শনার্থীরা সংযুক্ত হচ্ছেন কৃত্রিম উপগ্রহ ভিত্তিক এই ইন্টারনেট সংযোগে। 

মেলার প্রায় অর্ধেক জুড়েই রয়েছে বিভিন্ন দেশী বেসরকারি টিভি চ্যানেলের স্টল। সেখানে টেলিভিশন ব্রডকাস্টাররা তাদের প্রযুক্তি বিষয়ে জানাচ্ছেন দর্শনার্থীদের। দেখানো হচ্ছে- লাইভ সম্প্রচার। অটোকিউ থেকে শুরু করে বেশি কিছু স্টুডিও ইক্যুইপমেন্ট, অক্টপাস এবং ওবিএস সফটওয়্যারও রয়েছে মেলায়।   টিভি চ্যানেলগুলোর মধ্যে যমুনা টিভি, নিউচ২৪, চ্যানেল আই, সময় টিভি, এটিএন বাংলা, এখন, আরটিভি, বৈশাখী টিভি, ডিবিসি,  একুশে টিভি, দীপ্ত, চ্যানেল ২৪, আনন্দ, মোহনা, মাইটিভি প্রমুখ। ইন্টারনেট সেবাদাতাদের মধ্যে আম্বার আইটি, সামিট ফাইবার অ্যাট হোম, মীর, কার্নিভাল; ক্যাবল ও যন্ত্রাংশ সেবাদাতা রাসা, টেকবিডি, প্রভিডেন্ট, সাদিয়া, অরোরা নেটওয়ার্ক, ঢাকা নেটওয়ার্ক ইত্যাদি। 

আগামী ২৪ মে পর্যন্ত এমন দৃশ্যই দেখা যাবে আন্তর্জাতিক ক্যাবল টিভি, সম্প্রচার ও যোগাযোগ (আইসিবিসি) এক্সপো ২০২৫ তে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হয় বৃহস্পতিবার বিকেলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান। 

বক্তব্যে প্রতিযোগী নয়; সহযোগী হয়ে নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সবাইকে ‘স্ট্রং কোলাবরেশন’ এর মাধ্যমে এই খাতের জন্য একটি ওটিটি নির্ভর কমন প্লাটফর্ম তৈরির বিষয়ে খাতসংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। ইমদাদুর রহমান বলেন, এখন ক্যাবল টিভি ডিস্ট্রিবিউট করার কিছু নেই। কেননা এখন আইএসপিরাই টিভির অ্যাকসেসিবিলিটি বাড়াচ্ছে। তাই সব স্টেকহোল্ডারকে স্ট্রং কোলাবরেশনের মাধ্যমে এই খাতকে ইমপ্রুভ করতে হবে। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আসলে আমরা সবাই একই বৃত্তের মধ্যে আছি। তাই আমাদের নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করতে হবে। দেশের বাইরের দর্শকদের জন্য ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে। কেননা, দেশীয় টিভি স্টেশনগুলো টেকসই শিল্পে পরিণত না হলে এ খাত টিকবে না।  তাই দেশে হেলদি মিডিয়া ও ব্রডকাস্ট ইন্ডাস্ট্রি প্রয়োজন। সেলক্ষ্যে নীতিমালাও তৈরি করতে হবে।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কোয়াবের সভাপতি এ বি এম সাইফুল হোসাইন সোহেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) কোষাধ্যক্ষ জহির উদ্দিন মাহমুদ মামুন, কোয়াব সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চল ও মেলার আহ্বায়ক নিজাম উদ্দিন মাসুদ। 

অনুষ্ঠানে জহির উদ্দিন মাহমুদ মামুন বলেন, শুধুমাত্র বিজ্ঞাপনের ওপর নির্ভর করে দেশের টিভি চ্যানেল সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। ডিজিটাইজেশন ছাড়া এবং বিদ্যমান সমস্যার সমাধান না হলে আমাদের পক্ষেও টিকে থাকা সম্ভব নয়। দেশের টিভি চ্যানেলগুলোকে প্রযুক্তিতে আরও উন্নত ও গুণগত হতে হবে। কোয়াব ও টিভি চ্যানেলগুলোকে আধুনিকায়ন করতে হবে। আর আধুনিকায়নের মাধ্যমেই দেশের টেলিভিশন ইন্ড্রাস্ট্রি আরও বড় একটি ইন্ডাস্ট্রিতে পরিণত হবে, সেটিই আমাদের প্রত্যাশা।

কোয়াব সভাপতি সাইফুল হোসেন সোহেল বলেন, ‘ক্যাবল অপারেটররা খুব ভলো নেই। আমরা ক্রান্তিকালে অপেক্ষা করছি। শুধুমাত্র বিজ্ঞাপনের ওপর নির্ভর করে দেশীয় চ্যানেলগুলো এগিয়ে যেতে পারবে না। টিভি চ্যানেল টিকে না থাকলে আমরাও টিকে থাকতে পারবো না। তাই এ খাতের সমস্যা সমাধান এখন সময়ের দাবি। এই খাতকে টিকিয়ে রাখতে যুগপৎভাবে সমস্যা সমাধান এগিয়ে আসতে হবে। এর প্রতিটি ক্ষেত্রে বিনিয়োগ প্রয়োজন।’

কোয়াবের সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চল বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের মেলা হয়। কিন্তু আমাদের দেশে হতো না। ১৬ বছর পর আমরা নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি আসার পর আন্তর্জাতিক মানের এ মেলা আয়োজন করতে পেরেছি। আজ একই ছাতার নিচে আইএসপি ও ক্যাবল অপারেটর সবাই একত্রিত হয়েছি। কেননা আইএসপি বা ক্যাবল টিভি কাউকেই আমরা আলাদাভাবে দেখছি না। পদ্ধতিগত উন্নয়নের স্বার্থে আমাদের এক সাথে চলতে হবে। আমরা একসাথে পথ চললে এই ইন্ডাস্ট্রিকে এইক প্লাটফর্মে একই ছাতার নিজে সবাই সমবেত হয়েছে। তাই প্রতিবছর এ ধরনের অ্যাক্সিবিশন করার আশা রয়েছে আমাদের।’

এর আগে জুনে সম্প্রচারে যাওয়ার প্রস্তুতি হিসেবে ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক চ্যানেল স্টার নিউজ এই ইভেন্টেই বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-বিএসসিএলের সম্প্রচার চুক্তি চুক্তি সই করেছে। এই চুক্তির মাধ্যমে বিএসসিএল এর মাধ্যমে সম্প্রচারে যাওয়া চ্যানেলের সংখ্যা দাঁড়ালো ৩৭-এ। চুক্তিতে সই করেন বিএসসিএল ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মাদ ইমাদুর রহমান এবং স্টার নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোকছেদুল কামাল বাবু। এসময় চ্যানেলটির বার্তা প্রধান ওয়ালিউর রহমান মিরাজ উপস্থিত ছিলেন। 
এছাড়াও মেলার উদ্বোধনীতে আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম, জ্যেষ্ঠ্য সহ সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক, মহাসচিব নাজমুল করিম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।