৭৮তম এফটিসি-তে বিটিআরসি চেয়ারম্যান

১৯ আগষ্ট, ২০২৫ ০৯:২৫  
১৯ আগষ্ট, ২০২৫ ১১:২৭  
৭৮তম এফটিসি-তে বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) একটি অধিবেশনে মোবাইল ট্যারিফ নিয়ন্ত্রণ, সাইবার সুরক্ষার উদ্বেগ এবং ই-বর্জ্য ব্যবস্থাপনার পরিবেশগত প্রভাব ও গুরুত্ব তুলে ধরলেন। বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল  (অব.) মোঃ এমদাদ উল বারী।

ছয় মাস স্থায়ী ৭৮তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সে (এফটিসি) ১৮ আগস্ট, সোমবার অনুষ্ঠিত “সিগন্যাল অ্যান্ড শিল্ড: মোবাইল ট্যারিফ, সাইবার সিকিউরিটি অ্যান্ড ই-ওয়েস্ট ম্যাটার্স” বিষয়ক অধিবেশনে তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কার্যক্রমমের চ্যালেঞ্জ তুলে ধরে ধরার পাশাপাশি টেলিযোগাযোগ এবং সাইবার সুরক্ষার ক্ষেত্রে টেকসই এবং ভবিষ্যতমুখী সমাধানগুলির উপর আলোকপাত করেছেন। একইসঙ্গে ডিজিটাল যুগের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে অর্জিত জ্ঞান এবং পেশাদার অন্তর্দৃষ্টি তুলে ধরেন তিনি।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) কর্মকর্তাদের জন্য দ্বিতীয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তাদের জন্য তৃতীয় এই বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সটি শুরু হয় গত ২২ জুন। প্রশিক্ষণ কর্মসূচিটি শেষ হবে ১৮ ডিসেম্বর। 

প্রশিক্ষণের অংশ হিসেবে একই দিনে গণতন্ত্র, শাসনব্যবস্থা এবং ন্যায়সঙ্গত সমাজ গঠনে নীতিগত সাংবাদিকতার অপরিহার্য ভূমিকা নিয়ে আলোচনা করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। 

দীর্ঘমেয়াদী এই প্রশিক্ষণে সরকারি কাজে ডিজিটাল রূপান্তর এবং উদ্ভাবন কোর্সে আইওটি, বিগ ডেটা ও চ্যাটজিপিটির মতো উদীয়মান প্রযুক্তিকে একীভূত ব্যবহারের মাধ্যমে কর্মপ্রবাহে গতি আনার বিষয়েও আলোকপাত করা হয়।