অলাভজনক ও কমিউনিটি সংগঠনের জন্য ওপেনএআইয়ের ৫০ মিলিয়ন ডলারের তহবিল

১৯ জুলাই, ২০২৫ ১৮:০২  
১৯ জুলাই, ২০২৫ ২১:৫২  
অলাভজনক ও কমিউনিটি সংগঠনের জন্য ওপেনএআইয়ের ৫০ মিলিয়ন ডলারের তহবিল

চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই অলাভজনক প্রতিষ্ঠান ও কমিউনিটি সংগঠনগুলোর সহায়তায় ৫০ মিলিয়ন ডলারের একটি তহবিল চালু করেছে। শুক্রবার (১৮ জুলাই) কোম্পানিটি এই ঘোষণা দেয়। খবর রয়টার্স।

এই তহবিল ওপেনএআই-এর নন-প্রফিট কমিশনের প্রথম সুপারিশ বাস্তবায়নের পদক্ষেপ। এপ্রিল মাসে প্রতিষ্ঠিত কমিশনটি ওপেনএআই-এর জনহিতকর কর্মকাণ্ড পরিচালনায় দিকনির্দেশনা দিতে গঠিত হয়।

ওপেনএআই জানিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক সুযোগ, কমিউনিটি সংগঠন এবং জনহিতকর গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্প্রসারণে এই তহবিল ব্যবহার করা হবে।

বর্তমানে ওপেনএআই-এর অলাভজনক শাখাই লাভজনক শাখাকে নিয়ন্ত্রণ করে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে তাদের লাভজনক শাখাকে "পাবলিক বেনিফিট কর্পোরেশন"-এ রূপান্তরের পরিকল্পনা করেছে, যেখানে অলাভজনক মূল প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডার হবে।

ডিবিটেক/বিএমটি