সিনেমা ও সিরিজ তৈরিতে জেনএআই ব্যবহার করছে নেটফ্লিক্স

১৯ জুলাই, ২০২৫  
১৯ জুলাই, ২০২৫  
সিনেমা ও সিরিজ তৈরিতে জেনএআই ব্যবহার করছে নেটফ্লিক্স

নেটফ্লিক্স তাদের নিজস্ব প্রযোজিত সিনেমা ও সিরিজে জেনারেটিভ এআই (জেনএআই) ব্যবহার শুরু করেছে। খবর টেকক্রাঞ্চ।

বৃহস্পতিবার কোম্পানিটির আয় ফলাফলের পর এক কনফারেন্স কলে সহ-সিইও টেড সারান্ডোস জানান, আর্জেন্টিনার সিরিজ এল ইটারনউটাতে প্রথমবারের মতো চূড়ান্ত দৃশ্য নির্মাণে জেনএআই ব্যবহার করা হয়েছে। এতে একটি ভবন ধ্বংসের দৃশ্য তৈরি হয়, যা প্রচলিত ভিএফএক্স টুলের চেয়ে ১০ গুণ দ্রুত সম্পন্ন হয় এবং খরচও কম পড়ে।

তিনি বলেন, “এআই কেবল খরচ কমানোর নয়, নির্মাতাদের জন্য উন্নততর সৃষ্টিশীল সহায়তা।” বর্তমানে প্রি-ভিজুয়ালাইজেশন, শট পরিকল্পনা এবং ভিজ্যুয়াল এফেক্টে এআই ব্যবহার হচ্ছে।

অন্য সহ-সিইও গ্রেগ পিটার্স জানান, ব্যক্তিকরণ, সার্চ ও বিজ্ঞাপনসহ আরও বিভিন্ন ক্ষেত্রে এআই ব্যবহার হচ্ছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে এআই-চালিত ইন্টারঅ্যাকটিভ বিজ্ঞাপন চালুর পরিকল্পনাও রয়েছে।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে নেটফ্লিক্স ১১.০৮ বিলিয়ন ডলার আয় করেছে, যা গত বছরের তুলনায় ১৬% বেশি। প্রথম ছয় মাসে দর্শকরা ৯৫ বিলিয়ন ঘণ্টার বেশি কনটেন্ট উপভোগ করেছে, যার এক-তৃতীয়াংশই ছিল ইংরেজি বাদে ভিন্ন ভাষার।

ডিবিটেক/বিএমটি