বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির বিক্রি ২৪% বৃদ্ধি
বিশ্বজুড়ে ব্যাটারি-ইলেকট্রিক ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বিক্রি জুন মাসে আগের বছরের তুলনায় ২৪% বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান রো মোশন। চীন ও ইউরোপে ইভি বিক্রির প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও, যুক্তরাষ্ট্রে বিক্রি ১% হ্রাস পেয়েছে। খবর রয়টার্স।
ট্রাম্প প্রশাসনের নতুন ব্যয় বিলের কারণে কর ছাড় হঠাৎ কমিয়ে দেওয়ায় যুক্তরাষ্ট্রে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। কানাডায়ও বিক্রি কমায় উত্তর আমেরিকা প্রথমবারের মতো অন্যান্য উদীয়মান বাজারের তুলনায় পিছিয়ে পড়েছে।
জুন মাসে বৈশ্বিক ইভি বিক্রির সংখ্যা ১.৮ মিলিয়ন ইউনিটে পৌঁছেছে। চীনে বিক্রি ২৮% বৃদ্ধি পেয়ে ১১ লাখ গাড়ি ছাড়িয়েছে, ইউরোপে ২৩% বেড়ে প্রায় ৩.৯ লাখ গাড়ি বিক্রি হয়েছে। বিপরীতে উত্তর আমেরিকায় বিক্রি ৯% হ্রাস পেয়ে ১.৪ লাখের বেশি গাড়িতে নেমে এসেছে।
বিশেষজ্ঞরা আশা করছেন, বছরের দ্বিতীয়ার্ধে চীনে নতুন ভর্তুকি প্রবর্তনের ফলে বিক্রি আরও ত্বরান্বিত হবে।
ডিবিটেক/বিএমটি







