ফোনের সঙ্গে ভিভো’র ফ্রিজ, এসি উপহার

২০ মে, ২০২৫  
২০ মে, ২০২৫  
ফোনের সঙ্গে ভিভো’র ফ্রিজ, এসি উপহার

‘কুলেস্ট ঈদ এভার’ অফারে নির্দিষ্ট মডেলের ভিভো স্মার্টফোন ক্রেতাদের জন্য লাকি ড্র- কুপন দিচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। কুপন স্ক্র্যজ করে মিলবে কোরবানীর সময়ে বিশেষ চাহিদা প্রাপ্ত ইলেকট্রনিক্স পণ্য ফ্রিজ এবং গরমের প্রশান্তি ‘এসি’ সহ বেশ কিছু নিশ্চিত উপহার! উপহারের তালিকায় আরো রয়েছে স্মার্ট ওয়াচ, নেকব্যান্ড, রিরো ভাউচার ও ডাটা বোনাস।

ভিভো বাংলাদেশ জোনিয়েছে, আগামী ১০ জুন পর্যন্তদেশের যেকোনো ভিভো অথরাইজড স্টোর বা ব্র্যান্ড শপ থেকে ভিভো ওয়াই১৯এস, ভিভো ওয়াই২৯ , ভিভো ভি৫০ লাইট কিংবা ভিভো ভি৫০ ফাইভজি মডেলের যেকোনো একটি ফোন কিনলেই থাকছে লাকি ড্র-তে অংশ নেওয়ার সুযোগ। এই ক্যাম্পেইনে অংশ নেওয়া যাবে সারা দেশ থেকে। ঢাকা বা ঢাকার বাইরে, ভিভো স্টোর থেকে নির্ধারিত মডেল কিনলেই গ্রাহকরা লাকি ড্র-এর জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

দৈনিক লাকি ড্র-এর মাধ্যমে বিজয়ীরা পেতে পারেন এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, রিরো ডব্লিউ১ এবং ডব্লিউ২ স্মার্টওয়াচ। এছাড়াও থাকছে রিরো টিডাব্লিউএস এল১৮ ও রিরো বি১০ নেকব্যান্ড এবং রিরোর বিশেষ ডিসকাউন্ট ভাউচার।

ভিভোর এই ঈদ ক্যাম্পেইন শুধু উপহারের দিক থেকেই নয়, ইন্টারনেট ব্যবহারের আনন্দও করে তুলছে আরও বেশি। এরই অংশ হিসেবে গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য ৫ জিবি এবং বাংলালিংক ব্যবহারকারীদের জন্য থাকছে ১৮ জিবি ডাটা বোনাসের সুবিধা।