অপো ফাইন্ড এন৫

ছোঁয়া গেলেও যাচ্ছে না কেনা ?

১৮ জুলাই, ২০২৫  
১৮ জুলাই, ২০২৫  
ছোঁয়া গেলেও যাচ্ছে না কেনা ?

বিশ্ববাজারে উন্মোচনের এক সপ্তাহ পর ১৮ জুলাই, শুক্রবার বাংলাদেশের স্মার্টফোন বাজারেও এসেছে ফোল্ডেবল স্মার্টফোন অপো ফাইন্ড এন৫।  বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বা যমুনা ফিউচার পার্কের পাশাপাশি অপো’র অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে ফোনটির যাবতীয় বিষয় জানা যাবে। তবে কেনা যাবে না।

 অপো বাংলাদেশ, এখন ঢাকার নির্ধারিত বেশকিছু জায়গায় অপো ফাইন্ড এন৫ স্মার্টফোনটি দেখা যাবে। ক্রেতারা এখন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের আলফা, বেটা ও জোন ১ এবং যমুনা ফিউচার পার্কের অপো পার্ক, দর্পন ও মিস কল ঘুরে দেখার মাধ্যমে এই স্মার্টফোনের বিশেষত্ব সম্পর্কে জানার সুযোগ পাবেন।

এ বিষয়ে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, “অপো ফাইন্ড এন৫ কেবল কোনো সাধারণ ফোল্ডেবল নয়; একইসাথে, এটি আমাদের আগামীদিনের ইন্টেলিজেন্ট ও এলিগেন্ট স্মার্টফোনের ধারণাও দেয়। বাংলাদেশের মানুষের জন্য এই ফোনটি সামনাসামনি দেখার অভিজ্ঞতা নিশ্চিত করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এটি একটি ফোনের চেয়েও বেশি কিছু, এটি আপনার সৃজনশীলতাকে বৃদ্ধি করবে, আপনার কার্যক্ষমতা বাড়িয়ে আপনাকে প্রতিদিন সমৃদ্ধ করে তুলবে।”

ছিপছিপে গড়নের টেকসই ফোল্ডেবল ফোন