বিদেশ থেকে আনা মোবাইল ফোন নিবন্ধনে তাগিদ দিচ্ছে বিটিআরসি
ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ মোবাইল ফোন ব্যবহারে লাগাম টানতে ১ জানুয়ারি থেকে বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে ক্রয়কৃত বা উপহারপ্রাপ্ত মোবাইল হ্যান্ডসেটের জন্য বিশেষ নিবন্ধনের সুযোগ চালু করতে যাচ্ছে সরকার।
নতুন উদ্যোগ বাস্তবায়নে নিজে নিজেই বিদেশ থেকে আনা ফোনটি নিবন্ধিত করে নেয়ার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পাঁচ মিনিটেই সম্পন্ন করা যাবে এই নিবন্ধন প্রক্রিয়া।
২৮ ডিসেম্বর, রবিবার বিটিআরসি মোবাইল ফোন ব্যবহারকারীদের মোবাইলে মেসেজ পাঠিয়ে সহজেই নিবন্ধন করে নেয়ার জন্য তাগিদ দিয়েছে। এজন্য ব্যবহারকারীদের এই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) পোর্টালটিতে যেতে হবে। সেখান থেকে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য দিয়ে যুক্ত করতে হবে মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর।
প্রয়োজনীয় যাচাই শেষে নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট হ্যান্ডসেটটি দেশের সব মোবাইল নেটওয়ার্কে নির্বিঘ্নে ব্যবহার করা যাবে।
এক্ষেত্রে বিদেশ ভ্রমণ শেষে ব্যক্তিগত ব্যবহারের জন্য আনা মোবাইল ফোন, প্রবাসী স্বজনের পাঠানো বা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেট, পূর্বে নিবন্ধনবিহীন কিন্তু বৈধভাবে অর্জিত মোবাইল ফোন গ্রাহক সহজেই নিবন্ধন করতে পরবেন গ্রাহক। তবে ব্যবসায়িক আমদানির ক্ষেত্রে প্রক্রিয়াটি হবে ভিন্ন।
সূত্রমতে, বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনা হ্যান্ডসেটগুলো দীর্ঘদিন ধরে আনরেজিস্টার্ড অবস্থায় ব্যবহৃত হয়ে আসছিল, যা জাতীয় নেটওয়ার্ক নিরাপত্তার ঝুঁকি বাড়ায়, চুরি ও অবৈধ হ্যান্ডসেট শনাক্তে বাধা সৃষ্টি করে, রাজস্ব ব্যবস্থাপনায় জটিলতা তৈরি করে। এই বাস্তবতা বিবেচনায় এনে বিটিআরসি সীমিত পরিসরে কিন্তু নিয়ন্ত্রিতভাবে এই বিশেষ নিবন্ধন সুবিধা চালু করছে।
ডিবিটেক/এমইউএম







