স্যামসাংয়ের সবচেয়ে পাতলা স্মার্টফোন উন্মোচিত

১৩ মে, ২০২৫  
১৩ মে, ২০২৫  
স্যামসাংয়ের সবচেয়ে পাতলা স্মার্টফোন উন্মোচিত

অ্যাপলের প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকতে স্যামসাং ইলেকট্রনিকস তাদের সবচেয়ে পাতলা ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘গ্যালাক্সি এস২৫ এজ’ উন্মোচন করেছে। ১৩ মে সিউলে এক অনুষ্ঠানে এটি প্রদর্শন করা হয়। ৫.৮ মিলিমিটার পুরুত্বের ৬.৭ ইঞ্চি স্ক্রিনযুক্ত এই মডেলটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিসহ বাজারে এসেছে। খবর রয়টার্স।

২০ ও ৩০-এর দশকের তরুণদের বহনযোগ্য স্মার্টফোনের চাহিদা লক্ষ্য করেই এই ফোন বাজারে আনা হয়েছে। স্যামসাং জানিয়েছে, নতুন ডিজাইনে পারফরম্যান্স বজায় রেখেই কমানো হয়েছে অভ্যন্তরীণ যন্ত্রাংশের পুরুত্ব।

বিশ্লেষকদের মতে, বছর শেষে অ্যাপলের পাতলা আইফোন আসার আগেই বাজার দখলে স্যামসাংয়ের এটি একটি কৌশলগত পদক্ষেপ। 

এস২৫ এজ দক্ষিণ কোরিয়ায় বিক্রি শুরু হবে ২৩ মে এবং যুক্তরাষ্ট্রে ৩০ মে, এরপর বিশ্বব্যাপী প্রায় ৩০টি দেশে উন্মুক্ত করা হবে। ফোনটির দাম শুরু হয়েছে ১,০৯৯ ডলার থেকে।

ডিবিটেক/বিএমটি