ঈদে শাওমির নতুন দুই স্মার্টফোন উন্মোচন

টানা ষষ্ঠ বছরের মত ঈদে বাংলাদেশে নতুন ফোন বন্ধ করলো শাওমি বাংলাদেশ। তবে স্মার্টফোন চাপিয়ে এখন টিভি এবং অন্যান্য আইওটিক ডিভাইসে সবচেয়ে বড় গুরুত্ব দিচ্ছে চীনা এই কোম্পানিটি।
লাইফ সলিউশন হিসেবে বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে নতুন ফোন উদ্বোধন করেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়া উদ্দিন চৌধুরী। এআই টুলসের ফ্লাগশিপ রেডমি নোট ১৪ প্রো এবং চ্যাম্পিয়ন ক্যামেরার রেডমি এ৫। বিশ্ব বাজারের সঙ্গে বাংলাদেশেও একইসঙ্গে অবমুক্ত হওয়া রেডমি এ ফাইভ ফোর প্লাস এর দাম ১০ হাজার ৯৯৯ টাকা রেডমি নোট ১৪ প্রো বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে মাত্র ২৯ হাজার ৯৯৯ টাকায়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জিয়া উদ্দিন চৌধুরী বললেন, আমরা স্মার্টফোন ব্রান্ড হিসেবে পরিচিত হলেও আমরা মূলত ইন্টারনেট সেবার একটি কোম্পানি। এর ফলে ২০২৪ সালে ৩৫ শতাংশ ব্যবসায়িক প্রবৃদ্ধি কচৌধুরী
আগামী ১০ বছরের জন্য টেক ফিলোসফি তুলে ধরেন তিনি আরো বলেন, হিউমান, কার ও হোম- এই তিন খাতে গবেষণা উন্নয়নে কাজ করেছে তারা। সামনেই এসি, রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশানো আনতে যাচ্ছে। ইতিমধ্যেই নিজস্ব অপারেটিং সিস্টেম শাওমি হাইপার এক্স তৈরি হয়েছে।
অনুষ্ঠানে নতুন অবমুক্ত হওয়া স্মার্টফোনগুলোর বিশেষত্ব তুলে ধরে শাওমি বাংলাদেশের সেলস ম্যানেজার কাটি নাঈম জানালেন এই ঈদে যেকোনো এআই ফোন কিনলে মিলবে ৪৫% ছাড়।