মিরপুরে রিভো’র ইভি শো’রুম

রাজধানী ঢাকায় নিজেদের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে আরো একটি ৩এস (সেলস, সার্ভিস, স্পেয়ার্স) শোরুম চালু করেছে ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড রিভো বাংলাদেশ। মোহাম্মাদপুরের পর মিরপুর ৬০ ফিট এলাকায় বুধবার এই শোরুম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর, মি. ভেন।
নতুন এই শোরুমের ফলে নগরবাসীর জন্য আরও সহজ ও সুবিধাজনক বৈদ্যুতিক যানবাহন সেবা নিশ্চিত করা সম্ভব হবে। নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে রিভো দিচ্ছে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, যা রমজানের শেষ পর্যন্ত প্রযোজ্য থাকবে। নতুন এই শাখার মাধ্যমে রিভো বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গেল।
দেশের ইভি (ইলেকট্রিক ভেহিকেল) মার্কেটকে শক্তিশালী করতে এবং গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও উন্নত যাতায়াত নিশ্চিত করতে এটি সহায়তা করবে বলে মনে করে রিভো বাংলাদেশ।