বাইন্যান্সের শেয়ার কিনতে আলোচনায় ট্রাম্প পরিবার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবার বাইন্যান্স ইউএস-এ বিনিয়োগের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)। এই বিনিয়োগ আলোচনা এমন এক সময় সামনে এলো, যখন মাত্র বছর দুয়েক আগে বাইন্যান্স ইউএস মানি লন্ডারিং আইন লঙ্ঘনের দায় স্বীকার করেছিল। খবর টেকক্রাঞ্চ।
২০২৩ সালে বিনান্সের প্রতিষ্ঠাতা চ্যাংপেং ঝাও (সিজেড) এ সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত হন এবং ৪.৩ বিলিয়ন ডলার জরিমানা পরিশোধের পাশাপাশি চার মাস কারাভোগ করেন। সেই সঙ্গে তিনি সিইও পদ থেকে সরে দাঁড়াতে রাজি হন, যদিও এখনো তিনি কোম্পানির প্রধান শেয়ারহোল্ডার।
ফোর্বসের মতে, ঝাও বর্তমানে বিশ্বের ২৪তম ধনী ব্যক্তি। ডব্লিউএসজে’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ক্ষমার জন্য চেষ্টা করছেন।
ঝাওয়ের দণ্ডাদেশের কারণে বাইন্যান্স বর্তমানে যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক অংশীদার খুঁজতে এবং ইউরোপে ক্রিপ্টো লাইসেন্স পেতে সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে ঝাও এক্স-এ দেওয়া এক পোস্টে ডব্লিউএসজে’র প্রতিবেদনের বিরোধিতা করে লিখেছেন, "আমি বাইন্যান্স ইউএস-এর কোনো চুক্তি নিয়ে কারও সঙ্গে আলোচনা করিনি।"
যদি ট্রাম্প পরিবারের প্রতিনিধিদের সঙ্গে বাইনান্সের সত্যিই আলোচনা চলতে থাকে, তবে প্রশ্ন থেকে যায়—একটি প্রেসিডেন্সিয়াল ক্ষমার মূল্য কত?
ডিবিটেক/বিএমটি