গুগল অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে আসছে জেমিনি

গুগল ঘোষণা দিয়েছে যে, চলতি বছর অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট সরিয়ে তার জায়গায় জেমিনি চালু করা হবে। শুক্রবার এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে ব্যবহারকারীদের গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে জেমিনিতে আপগ্রেড করা হবে। এরপর অ্যাসিস্ট্যান্ট মোবাইল ডিভাইসে আর ব্যবহার করা যাবে না এবং এটি অ্যাপ স্টোর থেকেও সরিয়ে ফেলা হবে। খবর টেকক্রাঞ্চ।
গুগল আরও জানিয়েছে, ট্যাবলেট, গাড়ি এবং ফোনের সঙ্গে সংযুক্ত বিভিন্ন ডিভাইস, যেমন হেডফোন ও স্মার্টওয়াচেও জেমিনি চালু করা হবে। একই সঙ্গে স্মার্ট স্পিকার, ডিসপ্লে এবং টিভির মতো হোম ডিভাইসেও নতুন অভিজ্ঞতা আনবে জেমিনি।
গুগল জানিয়েছে, অ্যাসিস্ট্যান্ট পরিষেবা বন্ধের আগে ব্যবহারকারীদের আরও তথ্য জানানো হবে। ততদিন পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট কাজ করবে। এদিকে, জেমিনিকে আরও কার্যকর করতে নতুন কিছু জনপ্রিয় ফিচার যুক্ত করা হয়েছে, যেমন সংগীত বাজানো, টাইমার সেট করা এবং লক স্ক্রিন থেকে সরাসরি কমান্ড দেওয়া।
এই পরিবর্তন অবাক করার মতো নয়, কারণ গুগল সম্প্রতি পিক্সেল ৯ ফোন সিরিজে জেমিনিকে ডিফল্ট ভার্চুয়াল সহকারী হিসেবে চালু করেছে। গুগল দাবি করছে, জেমিনি আরও উন্নত ক্ষমতা সম্পন্ন এবং নতুন উপায়ে তথ্য ও সহায়তা দিতে পারবে, বিশেষ করে জেমিনি লাইভ ও ডিপ রিসার্চ টুলের মাধ্যমে।
ডিবিটেক/বিএমটি