হাইসেন্স টিভিতে জিপি প্লে প্যাক

গ্রামীণফোনের এক্সক্লুসিভ জিপি প্লে প্যাক যুক্ত হচ্ছে ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের বাজারজাত করা হাইসেন্স টিভিতে। এই প্যাকের মাধ্যমে হাইসেন্সের এফএইচডি, ইউএইচডি ও কিউএলইডি টিভিতে অ্যাক্টিভেশনের পর থেকে বিনামূল্যে ১২ মাস পর্যন্ত হইচই, চরকি, টি-স্পোর্টস ও সনি লাইভ উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
গ্রাহক পর্যায়ে এই সুবিধা চালু করতে ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে একটি কৌশলগত চুক্তি সই করেছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে এই চুক্তি সই অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) ডঃ আসিফ নাইমুর রশীদ। তিনি বিনোদন খাতে ডিজিটাল রূপান্তরের গুরুত্ব তুলে ধরেন এবং এই পার্টনারশিপ কীভাবে গ্রাহক অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে সেই বিষয়টি ব্যাখ্যা করেন।
ফেয়ার ইলেকট্রনিক্সের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহউদ্দিন এই পদক্ষেপ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, " প্রিমিয়াম কনটেন্টের সমন্বয়ে গ্রাহকদের সর্বাধুনিক প্রযুক্তি প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই পার্টনারশিপ এরই প্রতিফলন, এটি হাইসেন্স টিভিতে সেরা বিনোদন নিশ্চিত করবে।"
অনুষ্ঠানের শেষভাগে উভয় কোম্পানি বাংলাদেশের ডিজিটাল বিনোদন খাতের অগ্রগতিতে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এখন থেকে নির্দিষ্ট মডেলের হাইসেন্স টিভি কিনলেই গ্রাহকরা উপভোগ করতে পারবেন জিপি প্লে প্যাক যা বাজারের সেরা অফারগুলোর একটি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ বিজনেস অফিসার (সিবিও) ডঃ আসিফ নাইমুর রশীদ, ডিরেক্টর এম. শাওন আজাদ, হেড অব প্রোডাক্ট, পার্টনারশিপ অ্যান্ড অপারেশনস অরভিদ চৌধুরী, মোঃ মাহবুবুল আলম ভূইয়া, হেড অফ ইন্টারনেট এন্ড ব্রডব্যান্ড, জাহিদুজ্জামান, হেড অফ ডিজিটাল প্লাটফর্ম, জেনারেল ম্যানেজার এ. কে. এম. হাবিবুল্লাহ এবং স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার মাহমুদা সুলতানাসহ মার্কেটিং ও প্রডাক্ট ডিপার্টমেন্টের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। ফেয়ার ইলেকট্রনিক্সের পক্ষে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহউদ্দিন, হেড অব মার্কেটিং জে এম তসলিম কবীর, হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট মো. মুশফিকুর রহমান এবং প্রোডাক্ট ম্যানেজার মো. শাহিদুজ্জামান।