শাওমি ফোনে সর্বোচ্চ ৪৫% মূল্যছাড়

Mar 6, 2025 - 13:04
Mar 6, 2025 - 23:05
শাওমি ফোনে সর্বোচ্চ ৪৫% মূল্যছাড়

নির্দিষ্ট স্টোর থেকে শাওমি ব্র্যান্ডের মোট ৫টি গ্যাজেটের ওপর সর্বোচ্চ ৪৫% পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছে।  ‘ঈদ উইথ মি’র অধীনে আগামী ৩১ মার্চ পর্যন্ত এই ছাড় পাওয়া যাবে। 

এই ছাড় মিলবে Redmi Buds 5A, Redmi Buds 5C ও POCO Pods- মডেলের ইয়ারবাডস এবং Redmi Watch 5 Active ও Redmi Watch 5 Lite  স্মার্ট ওয়াচে। 

শাওমি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, অফারটি পেতে হলে গ্রাহককে শাওমির যেকোনো অথোরাইজড স্টোর, পিকাবু অথবা গ্যাজেট অ্যান্ড গিয়ার (জি&জি) এর যেকোনো আউটলেট থেকে শাওমি রেডমি নোট ১৪ সিরিজের যেকোনো ফোন কিংবা রেডমি ১৩ (৮+১২৮ জিবি) ভ্যারিয়েন্টের ফোনটি কিনতে হবে।