নরসিংদীতে এভারকেয়ার হসপিটাল ঢাকার ফ্রি মেডিকেল ক্যাম্প
নরসিংদীতে শিশু হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবার লক্ষ্যে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেজে সিআই স্বীকৃত হাসপাতাল এভারকেয়ার হসপিটাল ঢাকা।
২৮ ও ২৯ নভেম্বর নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই ক্যাম্পে শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। ক্যাম্পের নেতৃত্ব দেন এভারকেয়ার হসপিটালস বাংলাদেশ (ঢাকা ও চট্টগ্রাম)-এর শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা, সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. তাহেরা নাজরীন। তিনি শিশুরোগীদের আউটডোর সেবা প্রদান ছাড়াও ২ডি ও কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি করেন।
এছাড়া, এভারকেয়ার হসপিটালসের কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. সোহেল আহমেদ সার্জারিসংশ্লিষ্ট রোগীদের সেবা প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক। এছাড়া রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নূরউদ্দিন মো. জাহাঙ্গীর, বেলাবো উপজেলা সাবেক চেয়ারম্যান আবু তারেক মো. আ. আল হোসাইন প্রমুখ।
এভারকেয়ার হসপিটাল ঢাকা দেশের সর্বস্তরের মানুষের জন্য সাধ্যের মধ্যে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে শিশুদের বিনামূল্যে ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা, রোগ নির্ণয়, ডাক্তারের পরামর্শ, ভর্তি-পূর্ব সহায়তা এবং উন্নত চিকিৎসার জন্য রেফার করার সুযোগ দেওয়া হয়। হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগ জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য বিনামূল্যে ডিভাইস, বেলুনসহ প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিয়ে থাকে।
ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডা. তাহেরা নাজরীন বলেন, “বিশ্বে প্রতি এক হাজার শিশুর মধ্যে ৮ থেকে ১২ জন জন্মগত হৃদরোগ নিয়ে জন্মায়। আমাদের দেশে এই রোগের চিকিৎসা এখনো প্রয়োজনের তুলনায় কম। এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিভাগ সর্বস্তরের শিশুদের জন্য অবিরাম চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের আমরা বিনামূল্যে বিশ্বমানের সেবা দেওয়ার চেষ্টা করছি। এই মানবিক উদ্যোগকে আরও শক্তিশালী করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।”
ডিবিটেক/ডিএম/ইকে







