ডট বিডি ও ডট বাংলা ডোমেইনের খুচরা বিক্রেতা খুঁজছে বিটিসিএল

১৯ অক্টোবর, ২০২৫ ১০:৫৮  
ডট বিডি ও ডট বাংলা ডোমেইনের খুচরা বিক্রেতা  খুঁজছে বিটিসিএল
জাতীয় ডোমেইন- ডট বিডি এবং ডট বাংলা বিক্রির জন্য খুচরা বিক্রেতা খুঁজছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। ১৯ অক্টোবর, রবিবার, এ জন্য বৈধ নথিপত্র চেয়ে অননুমোদিত ডোমেইন রিসেলারদের কাছে প্রয়োজনীয় কাগজ পত্র আহ্বান করেছে। ডোমেইন দুটির ব্যবহার বাড়াতে এবং সহজেই যেন এই ডোমেইন দুটি কেনা যায় এবং ডেটার সার্বভৌমত্ত ও নিরাপত্তা জোরদার করতেইএ উদ্যোগ বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ব টেলিকম প্রতিষ্ঠানটি।  
বিটিসিএল জানিয়েছে, অনুমোদিত রিসেলাররা বিটিসিএল এর অংশীদার হিসেবে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন ও নবায়ন করার সুযোগ দিতে ডটবিডি সেকেন্ড লেভেল ডোমেইনের জন্য আগামী তিন মাসের জন্য ‘সানরাইজ পেরিয়ড’ চালু করেছে। এর মাধ্যমে বিদ্যমান তৃতীয় পক্ষীয় ডোমেইন গ্রাহকরা অগ্রাধিকার ভিত্তিতে সেকেন্ড লেভেল ডোমেইন নিবন্ধনের সুযোগ পাবেন। পরবর্তীতে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নিবন্ধন উন্মুক্ত হবে। 
অনলাইনে আবেদন করে যোগ্যদের স্বচ্ছতার ভিত্তিতে রিসেলার হিসেবে নিয়োগ দেয়া হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেছেন, ২৭ সেপ্টেম্বর ডট বাংলা ও ডট বিডি ডোমেইন দ্রুত উন্মুক্ত করে দেওয়া হবে বলে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। এই প্রতিশ্রুতি বিটিসিএল রাখতে পেরেছে। দেশের সরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটির সক্ষমতা তৈরির দিকে আমরা পর্যাপ্ত মনোযোগ দিয়েছি। রেজিস্ট্রি রাইটস বিটিআরসি ও বিটিসিএল-এর সত্ত্বে রেখে রিসেলার দেওয়া হবে। এজন্য এপিআই ডেভেলপ করা হয়েছে, অ্যাপ্লিকেশন এবং সিকিউরিটি প্যাচ হালনাগাদ করা হয়েছে। ভিএ পিটি (ভালনারেবিলিটি এক্সেপ্টেন্স এবং পেনিটেট্রেসন টেস্টের কাজ চলমান আছে)।
প্রসঙ্গত, '.বাংলা' এবং '.বিডি' হল বাংলাদেশের ইন্টারনেট ডোমেইন। '.বাংলা' হল একটি নতুন কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন (ccTLD) যা বাংলা ভাষার ওয়েবসাইটগুলির জন্য, এবং '.বিডি' হল বাংলাদেশের বর্তমান টপ-লেভেল ডোমেইন। সম্প্রতি এই দুটি ডোমেইন উন্মুক্ত করা হয়েছে এবং ডটকমডটবিডি (www.google.com.bd) এবং ডটঅর্গডটবিডি (www.org.bd) এর মতো এক্সটেন্ডেড ডোমেইনগুলিও উন্মুক্ত করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডট গভ, ডট বাংলা ও ডট বিডি তিন ডোমেইন মিলে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের  ৩৭ হাজার হোস্টিং সহ  ৪৫ হাজারের মতো সাইট হোস্টেড আছে বিটিসিএল-এ। এমন পরিস্থিতিতে বিটিআরসি-তো অনুষ্ঠিত একটি বৈঠকে সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে উন্মুক্ত করা হবে ডটজিওভি, স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে  পারে ডট এডু ডট বিডি উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিলো।