ইউএফটিবি-তে গবেষণা বিষয়ক সেমিনার শুরু

কীভাবে গবেষণা করা হয় এবং গবেষণার মাধ্যমে ক্যারিয়ার গড়ে তোলা যায় তা নিয়ে দুইদিনের সেমিনার করছে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)। রাজধানীর পাশেই গাজীপুর জেলার কালিয়াকৈরে অবস্থিত বিশ্ববিদ্যলয়ের প্রশাসনিক ভবনের ১২০২ নং কক্ষে ২০ অক্টোবর সোমবার সেমিনারের উদ্বোধনীতে “How to do Research and Build Research Careers” নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
সেমিনারে ইউএফটিবি-এর এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইন্টারনেট অব থিংস্ অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। সেমিনারে গবেষণার গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, তরুণ শিক্ষার্থীরাই আগামীর উদ্ভাবক এবং পরিবর্তনকারী। এই সেমিনারের মাধ্যমে আমরা চাই শিক্ষার্থীরা গবেষণার মৌলিক কৌশলগুলো আত্মস্থ করবে এবং গবেষণাকে তাদের ভবিষ্যৎ পেশা হিসেবে গ্রহণ করতে আগ্রহী হবে। তিনি শিক্ষার্থীদেরকে শুধু ডিগ্রির জন্য পড়ালেখা না করে নতুন জ্ঞান সৃষ্টি ও সমস্যা সমাধানে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
গবেষণা বিষয়ক দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ অফিসের সহযোগিতায় এ সেমিনারটি আয়োজন করা হয়েছে।