চীনে সার্ভার চিপ ব্যবসা থেকে সরে দাঁড়াচ্ছে মাইক্রন

১৮ অক্টোবর, ২০২৫ ১৯:১৪  
চীনে সার্ভার চিপ ব্যবসা থেকে সরে দাঁড়াচ্ছে মাইক্রন

২০২৩ সালে চীন সরকারের নিষেধাজ্ঞার পর ব্যবসা পুনরুদ্ধারে ব্যর্থ হয়ে দেশটিতে সার্ভার চিপ সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রন টেকনোলজি। বিষয়টি সম্পর্কে অবগত দুই সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটি চীনের ডেটা সেন্টারে আর সার্ভার চিপ বিক্রি করবে না। খবর রয়টার্স।

চীন ২০২৩ সালে মাইক্রনের পণ্যকে “গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য অনুপযুক্ত” বলে ঘোষণা দেয় এবং ব্যবহার নিষিদ্ধ করে। এই সিদ্ধান্তকে ওয়াশিংটনের চীনের সেমিকন্ডাক্টর শিল্পে আরোপিত বিভিন্ন প্রযুক্তি নিয়ন্ত্রণের প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখা হয়।

তবে মাইক্রন চীনের অটোমোবাইল ও মোবাইল ফোন খাতে চিপ সরবরাহ অব্যাহত রাখবে বলে সূত্রগুলো জানিয়েছে।

চীনের বাজারে এই খবর প্রকাশের পর মাইক্রনের শেয়ারের দর প্রায় ১% কমে যায়।

এর আগে চীনের কর্তৃপক্ষ এনভিডিয়া এবং ইন্টেল–এর চিপ সম্পর্কেও নিরাপত্তা ঝুঁকির অভিযোগ তোলে, যদিও এখনো তাদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়নি।

মাইক্রন ছিল যুক্তরাষ্ট্রের প্রথম চিপ নির্মাতা, যাকে চীনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র–চীন প্রযুক্তি প্রতিযোগিতার নতুন উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি