এআই স্মার্ট গ্লাসের চাহিদায় রে-ব্যানের নির্মাতার শেয়ার রেকর্ড উচ্চতায়

১৮ অক্টোবর, ২০২৫ ২১:৫০  
এআই স্মার্ট গ্লাসের চাহিদায় রে-ব্যানের নির্মাতার শেয়ার রেকর্ড উচ্চতায়

প্যারিসভিত্তিক চশমা নির্মাতা প্রতিষ্ঠান এসিলরলুক্সোটিকা’র শেয়ার শুক্রবার ১৪ শতাংশ বেড়ে সর্বকালের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। এআই-চালিত রে-ব্যান মেটা স্মার্ট গ্লাসের জনপ্রিয়তায় বিনিয়োগকারীদের আগ্রহে প্রতিষ্ঠানের বাজারমূল্য বেড়েছে প্রায় ২০ বিলিয়ন ডলার। খবর রয়টার্স।

সংস্থাটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিক্রি বেড়ে আগের বছরের তুলনায় ১১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধির মাধ্যমে ৬ দশমিক ৯ বিলিয়ন ইউরো আয় করেছে—যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ ত্রৈমাসিক ফলাফল।

এআই-চালিত স্মার্ট গ্লাস বিক্রিতে ইতিবাচক সাড়া পাওয়ায় প্রতিষ্ঠানটি দ্রুত উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে। এসিলরলুক্সোটিকার প্রধান অর্থ কর্মকর্তা স্টেফানো গ্রাসি জানিয়েছেন, স্মার্ট গ্লাস একাই বিক্রিবৃদ্ধিতে চার শতাংশ পয়েন্ট অবদান রেখেছে।

বারক্লেস ব্যাংক পূর্বাভাস দিয়েছে, স্মার্ট গ্লাস হতে পারে মোবাইল ফোনের পর সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপ্লব, এবং ২০৩৫ সালের মধ্যে বিশ্বব্যাপী ৬ কোটি ইউনিট বিক্রি হতে পারে।

২০০৮ সালের পর সবচেয়ে বড় দৈনিক প্রবৃদ্ধি রেকর্ড করেছে এসিলরলুক্সোটিকার শেয়ার, যা কোম্পানির বাজারমূল্যকে ১২৬ দশমিক ৫ বিলিয়ন ইউরোতে উন্নীত করেছে।

রে-ব্যান মেটার সর্বশেষ সংস্করণগুলোর দাম ৩৭৯ থেকে ৭৯৯ ডলার, যা বর্তমানে সীমিত কিছু দোকানে পাওয়া যাচ্ছে। ২০২৬ সালের শুরুর দিকে কানাডা, ফ্রান্স, ইতালি ও ব্রিটেনে বিক্রির সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ডিবিটেক/বিএমটি