এক ঘণ্টায় শেষ বাংলাদেশ-হংকং ম্যাচের অনলাইন টিকিট

২৮ সেপ্টেম্বর, রবিবার অনলাইনে শুরু হয় টিকিট বিক্রি। বাংলাদেশ ও হংকং ম্যাচের গ্যালারি ও ক্লাব হাউসের টিকিট। এক ঘণ্টা যেতে না যেতেই শেষ হয়ে যায় সব টিকিট।
আগামী ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের এই ম্যাচ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৪০০ টাকা মূল্যের সাধারণ গ্যালারি ও ক্লাব হাউসের জন্য আড়াই হাজার টাকা মূল্যে মোট প্রায় ১৯ হাজার টিকিট বিক্রি হয়েছে। তবে ভিআইপিসহ অন্য টিকিট বিক্রির ঘোষণা এখনও দেওয়া হয়নি। সেই টিকিটগুলো অন্যভাবে বিক্রির চিন্তা ভাবনা বাফুফের।
কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস এ বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, ‘গ্যালারির ১৮ হাজার ও ক্লাব হাউসের এক হাজার টিকিট এক ঘণ্টার মধ্যে বিক্রি শেষ। এবার আর কোনও সমস্যা হয়নি। যারা কিনেছেন তারা ঝামেলা ছাড়াই পেয়েছেন। এখন আমরা অন্য ক্যাটাগরির টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেবো।’
এর আগে সকালে বাফুফের অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ৯ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-হংকং। ম্যাচটিতে সামনে রেখে আজ থেকেই অনলাইনে ছাড়া হয়েছে টিকিট।কুইকেস্ট ডট মির বাংলাদেশ-হংকং ম্যাচের ইভেন্টের সাইটে পাওয়া যাবে ম্যাচের টিকিট। নিয়মা অনুযায়ী, অনলাইনে একজন সর্বোচ্চ ৪টি টিকিট কাটতে পেরেছেন সেক্ষেত্রে মাঠে বসে খেলাটি উপভোগ করতে চাইলে টিকিটের জন্য দর্শকদের গুণতে হয়েছে সর্বনিম্ন ৪০০ টাকা।।