পর্ণোগ্রাফি মামলায় গ্রেফতার মিলন

ফরিদপুরের বিবাহিত এক নারীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে কৌশলে টাকা আদায় করতো মেহেদী হাসান মিলন (৩০) নামের টাঙ্গাইলের এক যুবক। টাঙ্গাইল জেলার কালিহাতী থেকে শুক্রবার বিকেলে তাকে গ্রেফতার করার কথা নিশ্চিত করেছে র্যাব-১৪।
র্যাবের টাঙ্গাইল ক্যাম্প (সিপিসি-৩) হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, টাঙ্গাইলের অভিযুক্ত মেহেদী হাসান মিলনে (৩০) সাথে এক বছর আগে ফরিদপুর জেলার বিবাহিত এক নারীর সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা উভয়েই ইমো ও হোয়াটসআপ নাম্বারে ভিডিও কলে কথাবার্তা বলার একপর্যায়ে ধৃত অভিযুক্ত কৌশলে ভিকটিমের ২২ সেকেন্ডের আপত্তিকর ভিডিও ধারন করে। উক্ত ২২ সেকেন্ডের আপত্তিকর ভিডিও বাদীর ইমো নাম্বারে পাঠায়। ধৃত অভিযুক্ত আপত্তিকর ভিডিও পরিবারের লোকজনের নিকট সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন তারিখ ও সময়ে বিকাশ এবং নগদে সর্বমোট নব্বই হাজার টাকা হাতিয়ে নেয়।
সর্বশেষ গত ৪ অক্টোবর আপত্তিকর ভিডিও ডিলেট করার কথা বলে ভিকটিমের কাছে পঞ্চাশ হাজার টাকা দাবী করে। ভিকটিম দিতে অপারগতা জানালে ধৃত অভিযুক্ত বাদীর মোবাইলে ভিকটিমকে তালাক প্রদান করতে এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সংসার ভাঙ্গাসহ ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করার হুমকি দেয়। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে ফরিদপুর কোতয়ালি থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩, তারিখ- ০৭ অক্টোবর ২০২৫ খ্রি. ধারা-৮(১)/৮(২)/৮(৩)/৮(৪) পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২।
এরই ধারাবাহিকতায় সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এবং সিপিসি-৩, র্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল ধৃত অভিযুক্তের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে টাঙ্গাইল জেলার কালিহাতি থানার তেজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর সামনে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় প্রধান অভিযুক্ত মেহেদী হাসান মিলন (৩০) জেলা- টাঙ্গাইল’কে গ্রেফতার করে।