৩ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে রেনল্ট

৫ অক্টোবর, ২০২৫ ১৩:৩৯  
৩ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে রেনল্ট

ফরাসি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রেনল্ট তাদের সহায়ক বিভাগে (সাপোর্ট ফাংশন) প্রায় ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে, যা মোট ৩ হাজার চাকরি কমানোর সমান। ফরাসি নিউজলেটার ল’ইনফর্মে জানিয়েছে, এই কর্মী ছাঁটাই মূলত মানবসম্পদ, অর্থ ও বিপণন বিভাগে হবে। খবর রয়টার্স।

‘অ্যারো’ নামের একটি ব্যয়সংকোচন কর্মসূচির আওতায় রেনল্ট প্যারিসের বুলোন-বিলাঁকুর্ত সদর দফতরসহ বিভিন্ন স্থানে কর্মী সংখ্যা কমাতে চায়। চূড়ান্ত সিদ্ধান্ত এ বছরের শেষ নাগাদ নেওয়া হবে বলে জানা গেছে।

রেনল্ট জানিয়েছে, তারা কার্যক্রম সরলীকরণ ও স্থায়ী ব্যয় হ্রাসের উপায় খুঁজছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ২০২৪ সালের শেষে প্রতিষ্ঠানে বিশ্বব্যাপী কর্মীর সংখ্যা ছিল ৯৮ হাজার ৬৩৬।

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে রেনল্ট ১১.২ বিলিয়ন ইউরো (প্রায় ১৩ বিলিয়ন ডলার) ক্ষতির কথা জানায়, যার মধ্যে সহযোগী প্রতিষ্ঠান নিসান-এর কারণে ৯.৩ বিলিয়ন ইউরো ক্ষতি হয়েছিল।

ডিবিটেক/বিএমটি