স্প্যাম ঠেকাতে হোয়াটসঅ্যাপে আসছে ‘মেসেজ লিমিট’ ফিচার

২০ অক্টোবর, ২০২৫ ১৬:২৭  
স্প্যাম ঠেকাতে হোয়াটসঅ্যাপে আসছে ‘মেসেজ লিমিট’ ফিচার

ব্যবহারকারীদের স্প্যাম বার্তা থেকে রক্ষা করতে নতুন এক পদক্ষেপ নিতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, মেটা মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মটি পরীক্ষামূলকভাবে এমন একটি ব্যবস্থা চালু করছে, যেখানে প্রাপক যদি জবাব না দেন তবে নির্দিষ্ট সীমার বাইরে বার্তা পাঠানো যাবে না।

প্রতিটি ব্যবহারকারী বা ব্যবসায়ী অ্যাকাউন্ট থেকে পাঠানো বার্তার উত্তর দেয়া না হলে সেগুলো মাসিকভাবে গণনা করা হবে। একই ব্যক্তিকে একাধিকবার পাঠানো বার্তাও এই সীমার অন্তর্ভুক্ত থাকবে। তবে প্রাপক যদি উত্তর দেন, সেই বার্তাগুলো তালিকা থেকে বাদ যাবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, সীমার কাছাকাছি পৌঁছালে ব্যবহারকারীরা সতর্কবার্তা পাবেন।

কোম্পানির মতে, সাধারণ ব্যবহারকারীরা এই সীমায় পৌঁছাবেন না; মূলত এটি অতিরিক্ত বার্তা প্রেরণকারী ব্যবসায়ী ও স্প্যাম প্রেরকদের নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়েছে। নতুন এই ফিচারটি আগামী কয়েক সপ্তাহে বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চালু হবে।

এর আগে ২০২৫ সালের প্রথমার্ধে হোয়াটসঅ্যাপ ৬৮ লাখের বেশি জাল বা প্রতারণামূলক অ্যাকাউন্ট বন্ধ করেছিল এবং ব্যবহারকারীদের অনাকাঙ্ক্ষিত গ্রুপে যুক্ত হলে সতর্কবার্তা প্রদানের ফিচারও চালু করেছিল।

ডিবিটেক/বিএমটি