ইডটকো’র সঙ্গে গ্রামীণফোন ও টেলিটকের চুক্তি

১৯ অক্টোবর, ২০২৫ ১৫:০৮  
ইডটকো’র সঙ্গে গ্রামীণফোন ও টেলিটকের চুক্তি

নেটওয়ার্ক কাভারেজ বাড়াতে গ্রামীণফোন ও টেলিটক উভয় কোম্পানিকে অবকাঠামোগত সহায়তা প্রদান করবে শীর্ষ টাওয়ার কোম্পানি ইডটকো। গ্রাহক সংখ্যায় শীর্ষ টেলিকম সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন, রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক এর  মধ্যে অবকাঠামো শেয়ারিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর নুরুল মাবুদ চৌধুরী এবং ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক সম্প্রতি চুক্তিতে স্বাক্ষর করেছেন। এ সময় গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ, টেলিটকের ডেপুটি জেনারেল ম্যানেজার (রেগুলেটরি অ্যান্ড করপোরেট রিলেশন) এস. এম. লুৎফুল্লাহিল মজিদ এবং ইডটকো বাংলাদেশের কি অ্যাকাউন্ট ম্যানেজার কাজী অয়ন আদনানসহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

১৯ অক্টোবর, রবিবার, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

চুক্তি নিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “গ্রামীণফোনে আমাদের সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে থাকেন গ্রাহক। এই বিশ্বাস থেকেই এই সহযোগিতা, যা আমাদের সারাদেশে নেটওয়ার্ক কাভারেজ আরও শক্তিশালী করতে এবং প্রতিদিন যে সেবাগুলো আমরা প্রদান করি, তার গুণগত মান উন্নত করতে সহায়তা করবে। এই একই টাওয়ার অবকাঠামো ব্যবহারের ফলে আমরা আরও দক্ষভাবে কার্যক্রম পরিচালনা, দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণ এবং গ্রাহকদের আরও নিরবচ্ছিন্নভাবে শক্তিশালী ও নির্ভরযোগ্য সংযোগ প্রদান করতে পারব।”

টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর নুরুল মাবুদ চৌধুরী বলেন, “রাষ্ট্রায়ত্ত অপারেটর হিসেবে আমাদের লক্ষ্য হচ্ছে সাশ্রয়ী মূল্যে সারাদেশে সেবা পৌঁছে দেয়া। আমাদের দক্ষতা বাড়াতে এবং গ্রাহকদের জন্য আরও মানসম্মত সেবা নিশ্চিত করতে, আমাদের সক্ষমতা বাড়াবে এই সহযোগিতা।”

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক বলেন, “ইডটকোতে আমরা সবসময় অপারেটরদের জন্য সম্ভাবনাময় ও টেকসই সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশে টেলিকম ইকোসিস্টেম গড়ে তুলতে আমাদের ভূমিকাকে আরো জোরলো করবে এই চুক্তি, পাশাপাশি দেশব্যাপী টেলিকম সংযোগের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার সুযোগ পাবো আমরা।”