এআই সামারি ও সামাজিক ভিডিওর কারণে উইকিপিডিয়ার ভিজিটর কমছে

১৯ অক্টোবর, ২০২৫ ২১:৩৯  
এআই সামারি ও সামাজিক ভিডিওর কারণে উইকিপিডিয়ার ভিজিটর কমছে

ইন্টারনেটের বিশৃঙ্খল দুনিয়ায় উইকিপিডিয়াকে অনেকেই এখনো “শেষ ভালো ওয়েবসাইট” হিসেবে দেখেন। তবে সাম্প্রতিক তথ্য বলছে, জনপ্রিয় এই অনলাইন বিশ্বকোষও এখন এআই সার্চ ও সামাজিক ভিডিওর প্রভাব থেকে মুক্ত নয়। উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মকর্তা মার্শাল মিলার জানিয়েছেন, গত এক বছরে উইকিপিডিয়ার মানব-ভিত্তিক পেজভিউ ৮ শতাংশ কমেছে। খবর টেকক্রাঞ্চ।

ফাউন্ডেশন সম্প্রতি তাদের বট শনাক্তকরণ ব্যবস্থা হালনাগাদ করে জানতে পারে, গত মে ও জুন মাসে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া ট্রাফিকের বেশিরভাগই ছিল বটের তৈরি। এর ফলে প্রকৃত ব্যবহারকারীর সংখ্যা কমে এসেছে বলে ধরা পড়ে।

মিলার উল্লেখ করেন, জেনারেটিভ এআই সার্চ ইঞ্জিনগুলো এখন সরাসরি উত্তর দিচ্ছে, ফলে ব্যবহারকারীরা আর উইকিপিডিয়ার মতো উৎসে যাচ্ছেন না। পাশাপাশি তরুণ প্রজন্ম তথ্য অনুসন্ধানে বেশি ঝুঁকছে সামাজিক ভিডিও প্ল্যাটফর্মে।

তিনি বলেন, জ্ঞানের নতুন মাধ্যম আসা ইতিবাচক হলেও এতে ঝুঁকিও আছে—কারণ এতে উৎস সম্পর্কে মানুষের সচেতনতা কমে যাচ্ছে এবং স্বেচ্ছাসেবক ও দাতার সংখ্যা হ্রাসের আশঙ্কা দেখা দিচ্ছে।

উইকিপিডিয়া এখন নতুন কনটেন্ট অ্যাট্রিবিউশন ফ্রেমওয়ার্ক তৈরি করছে এবং নতুন পাঠক টানতে দুটি বিশেষ টিম কাজ করছে। মিলার আহ্বান জানিয়েছেন, “মানুষ যেন তথ্য খোঁজার সময় উৎস যাচাই করে এবং মানবসম্পাদিত জ্ঞানকে সমর্থন করে।”

ডিবিটেক/বিএমটি