বিএমইউ-আইআইআইটি সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯ অক্টোবর, ২০২৫ ১০:২৭  
বিএমইউ-আইআইআইটি সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) ও যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট (আইআইআইটি)-এর মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বিএমইও'র স্কুল অব সায়েন্স অ্যান্ড হেলথ-এর লেকচার হলে শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ এটি অনুষ্ঠিত হয়।

উভয় প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তির মাধ্যমে চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ এবং প্রকাশনা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার করা হয়। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (অ্যাকটিং) প্রফেসর ড. মো. শাহিনুল আলম, এবং আইআইআইটি'র পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. ওমর হাসান কাসুলি। উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট বিআইআইটি'র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. আবু খলদুন আল মাহমুদ।

সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে, বিএমইউ ও আইআইআইটি যৌথভাবে চিকিৎসা শিক্ষায় ইসলামী মূল্যবোধের সমন্বয়, নৈতিক চর্চার প্রসার, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং গবেষণা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করবে। পাশাপাশি উভয় প্রতিষ্ঠান যৌথভাবে সেমিনার, কর্মশালা ও আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে এবং গবেষক ও শিক্ষকদের পারস্পরিক বিনিময় কার্যক্রম চালাবে।