অ্যাঙ্কার ও কন্ট্রিভেন্সের গ্র্যান্ড পার্টনার মিটে নতুন প্রযুক্তি উন্মোচন

১৮ অক্টোবর, ২০২৫ ২১:২২  
১৮ অক্টোবর, ২০২৫ ২৩:১৯  
অ্যাঙ্কার ও কন্ট্রিভেন্সের গ্র্যান্ড পার্টনার মিটে নতুন প্রযুক্তি উন্মোচন

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বিশ্বের শীর্ষ চার্জিং ব্র্যান্ড অ্যাঙ্কার ইনোভেশনসের নতুন পণ্য শোকেস এবং মিটআপ করলো ব্র্যান্ডটির একমাত্র বাংলাদেশি পরিবেশক কন্ট্রিভেন্স ইন্টারন্যাশনাল। অনুষ্ঠানে কান্ট্রিভেন্সের দেশের বিভিন্ন অঞ্চলের পার্টনার ও ডিলাররা অংশ নেন। এতে প্রদর্শিত হয় অ্যাঙ্কারের সর্বশেষ চার্জার, অডিও ও স্মার্ট টেক পণ্যসমূহ।

অনুষ্ঠানে নতুন প্রজন্মের নয়েজ-ক্যান্সেলিং ইয়ারবাড সাউন্ডকোর আর৬০আই এনসি চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে উন্মোচন করার ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠানে অ্যাঙ্কারের সেলস ম্যানেজার (দক্ষিণ এশিয়া) উজায়ের লতিফ বলেন, “বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ বাজার। আমরা স্থানীয় পার্টনারদের সঙ্গে মিলে আরও শক্তিশালী প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তুলতে চাই।”

কন্ট্রিভেন্সের ম্যানেজিং পার্টনার ইয়াদিল আলম জানান, “শুধুমাত্র কন্ট্রিভেন্সের অফিসিয়াল ১৮ মাসের ওয়ারেন্টিযুক্ত অ্যাঙ্কার পণ্যই আসল। গ্রাহকরা ওয়ারেন্টি স্টিকার দেখে সহজেই তা চিনতে পারবেন।”

ইভেন্টে সেরা পারফর্মিং পার্টনারদের সম্মাননা দেওয়া হয়। আয়োজকরা জানান, অ্যাঙ্কার বাংলাদেশে একটি টেকসই, উদ্ভাবননির্ভর ও গ্রাহক-কেন্দ্রিক বাজার গড়ে তুলতে কাজ করছে।