মিডিয়ায় জুয়ার বিজ্ঞান ও অনিরাপদ কন্টেন্ট দেশের জন্য হুমকি

২১ অক্টোবর, ২০২৫ ১১:৩৫  
২১ অক্টোবর, ২০২৫ ১৩:১৩  
মিডিয়ায় জুয়ার বিজ্ঞান ও অনিরাপদ কন্টেন্ট দেশের জন্য হুমকি

জুয়ার বিজ্ঞাপনে সক্রিয় অংশ নিচ্ছে দেশের গণমাধ্যম। প্রধান সারির গণমাধ্যমগুলো অনিরাপদ কনটেন্ট প্রচার করছে বলে অনুযোগ করলেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়–সম্পর্কিত উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এমন পরিস্থিতি দেশের জন্য হুমকি বলে মনে করেন তিনি।

২১ অক্টোবর, মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে অনুষ্ঠিত ‘অনলাইন জুয়া প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এমন আক্ষেপ প্রকাশ করেন।

বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারীর সভাপতিত্বে সভায় আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরীসহ মন্ত্রণালয় ও বিটিআরসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ফয়েজ তৈয়্যব বলেন, ‘প্রায় সব মিডিয়া এখন অনিরাপদ কনটেন্ট ও জুয়ার বিজ্ঞাপন প্রচারে জড়িয়ে পড়ছে। এর পেছনে মূল কারণ- এই বিজ্ঞাপন থেকে তাদের বড় আয়ের উৎস তৈরি হয়েছে।’

এ সময় তিনি অভিযোগ করে বলেন, দেশের মূলধারার বেশ কিছু গণমাধ্যম- যেমন দৈনিক যুগান্তর, দৈনিক ভোরের কাগজ, জাগো নিউজ, বাংলাদেশ টাইমস- জুয়ার বিজ্ঞাপন প্রচারে জড়িত রয়েছে ‘।

সভায় অনলাইন জুয়া প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘জুয়া এখন শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। মিডিয়া যদি এর পৃষ্ঠপোষকতা করে, তাহলে তা জাতির জন্য হুমকিস্বরূপ।’