অননুমোদিত ফ্রিকোয়েন্সিতে সংকেত পাঠাচ্ছে স্পেসএক্সের স্টারশিল্ড স্যাটেলাইট

১৯ অক্টোবর, ২০২৫ ২৩:১২  
অননুমোদিত ফ্রিকোয়েন্সিতে সংকেত পাঠাচ্ছে স্পেসএক্সের স্টারশিল্ড স্যাটেলাইট

মার্কিন মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্স-এর স্টারশিল্ড স্যাটেলাইটগুলো আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন মান লঙ্ঘন করে অননুমোদিত ফ্রিকোয়েন্সিতে সংকেত পাঠাচ্ছে বলে এনপিআর-এর প্রতিবেদনে জানা গেছে। খবর এনগ্যাজেট।

স্টারশিল্ড হচ্ছে স্পেসএক্সের একটি গোপনীয় স্যাটেলাইট নেটওয়ার্ক, যা মূলত মার্কিন সরকারের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর জন্য তৈরি করা হয়েছে। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, এটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কর্মকাণ্ডে সহায়তা দেওয়ার লক্ষ্যে নির্মিত।

অ্যামেচার স্যাটেলাইট পর্যবেক্ষক স্কট টিলি জানান, তিনি এমন স্যাটেলাইট সনাক্ত করেছেন, যেগুলো পৃথিবী থেকে স্যাটেলাইটে পাঠানোর জন্য নির্ধারিত “আপলিংক” ফ্রিকোয়েন্সিতে উল্টোভাবে পৃথিবীতে সংকেত পাঠাচ্ছে। এটি জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) নির্ধারিত নিয়মের স্পষ্ট লঙ্ঘন।

এই মানদণ্ডগুলো তৈরি করা হয়েছে স্যাটেলাইটগুলোর মধ্যে রেডিও তরঙ্গের সংঘর্ষ ও কমান্ড বিভ্রাট এড়ানোর জন্য। টিলির মতে, নিকটবর্তী স্যাটেলাইটগুলো এতে রেডিও হস্তক্ষেপের শিকার হতে পারে, ফলে তারা পৃথিবী থেকে প্রেরিত নির্দেশনা সঠিকভাবে গ্রহণ নাও করতে পারে বা সম্পূর্ণভাবে উপেক্ষা করতে পারে।

যদিও এখন পর্যন্ত স্পেসএক্সের এই পদক্ষেপে কোনো বড় ধরনের সমস্যা দেখা যায়নি, তবে বিশেষজ্ঞরা মনে করছেন, স্যাটেলাইট যোগাযোগে জটিলতা দেখা দিলে এর কারণ হিসেবে এই অনিয়ম দায়ী হতে পারে।

উল্লেখ্য, স্পেসএক্স ২০২৩ সালে মার্কিন স্পেস ফোর্সের সঙ্গে ৭০ মিলিয়ন ডলারের স্টারশিল্ড চুক্তি করে এবং ২০২৪ সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ন্যাশনাল রিকনাইস্যান্স অফিসের জন্য গোয়েন্দা স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরির কাজ শুরু করে।

ডিবিটেক/বিএমটি