ওপেনএআই ও ওরাকলের মধ্যে ৩০০ বিলিয়ন ডলারের চুক্তি
ওপেনএআই ও ওরাকল ইতিহাসের অন্যতম বৃহৎ ক্লাউড কম্পিউটিং চুক্তি স্বাক্ষর করেছে, যার মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩০০ বিলিয়ন ডলার। আগামী পাঁচ বছরে এই চুক্তির মাধ্যমে ওপেনএআই “প্রজেক্ট স্টারগেট” চালাতে প্রয়োজনীয় কম্পিউটিং শক্তি পাবে। খবর রয়টার্স।
এই উদ্যোগে বিশাল ডেটা সেন্টার তৈরি হবে, যা চালাতে লাগবে প্রায় ৪.৫ গিগাওয়াট বিদ্যুৎ। আগে থেকেই সফটব্যাংক ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রকল্পে যুক্ত। তবে এবার ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ওপেনএআই ওরাকলকে মোট ৩০০ বিলিয়ন ডলার প্রদান করবে।
এতে ওপেনএআই-এর কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যক্রমে নতুন গতি আসবে। প্রতিষ্ঠানটি এ বছর প্রায় ১২.৭ বিলিয়ন ডলার আয় করবে বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে ব্রডকমের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের আলাদা একটি চুক্তি করে নিজস্ব এআই চিপ তৈরির কাজও শুরু করছে।
অন্যদিকে, ওরাকলের ক্লাউড ব্যবসা ইতিমধ্যেই ৭৭% বৃদ্ধি পেয়েছে। এই বিশাল চুক্তি তাদের শেয়ারমূল্য বাড়িয়েছে এবং চেয়ারম্যান ল্যারি এলিসনকে বিশ্বের শীর্ষ ধনীতে পরিণত করেছে।
এই চুক্তি দেখাচ্ছে, এআই প্রযুক্তির ভবিষ্যৎ টিকে আছে বিপুল পরিমাণ কম্পিউটিং শক্তি ও বিনিয়োগের ওপর।
ডিবিটেক/বিএমটি







