বড় জয় পেল মেটা ও টিকটক

১১ সেপ্টেম্বর, ২০২৫  
বড় জয় পেল মেটা ও টিকটক

ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ)–এর অধীনে আরোপিত বার্ষিক তদারকি ফি নিয়ে করা মামলায় বড় জয় পেয়েছে মেটা ও টিকটক। খবর রয়টার্স।

লুক্সেমবার্গের জেনারেল কোর্ট বুধবারের রায়ে জানায়, ফি নির্ধারণের বর্তমান পদ্ধতি যথাযথ নয় এবং ইউরোপীয় কমিশনকে নতুন আইনি কাঠামোর আওতায় এসে ফি হিসাব করতে হবে। আদালতের মতে, এ ধরনের নিয়ম বাস্তবায়নের জন্য কমিশনের সিদ্ধান্ত নয়, বরং ডেলিগেটেড অ্যাক্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিত ছিল।

ডিএসএ অনুযায়ী, বড় অনলাইন প্ল্যাটফর্মগুলোর ওপর নজরদারির খরচ মেটাতে এই ফি আরোপ করা হয়। ফি নির্ধারিত হয় মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এবং আগের আর্থিক বছরের লাভ-ক্ষতির ওপর ভিত্তি করে। মেটা ও টিকটকের অভিযোগ ছিল, ত্রুটিপূর্ণ পদ্ধতিতে তাদের অতিরিক্ত ফি দিতে হয়েছে। আদালত তাদের যুক্তিকে সমর্থন করেছে।

এই রায়ের ফলে আগামী ১২ মাসের মধ্যে কমিশনকে নতুনভাবে ফি নির্ধারণের নিয়ম প্রণয়ন করতে হবে। তবে ইতোমধ্যে ২০২৩ সালে পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নীতির মূল কাঠামো অপরিবর্তিত থাকবে, কেবল প্রক্রিয়াগত বিষয় সংশোধন করতে হবে।

রায়ের পর টিকটক জানিয়েছে, তারা নতুন আইন প্রণয়নের অগ্রগতি পর্যবেক্ষণ করবে। মেটা বলেছে, বর্তমানে যে প্রতিষ্ঠানগুলো লোকসানে থাকলেও ব্যবহারকারী বেশি, তাদের ফি দিতে হয় না—এটি অন্যায্য। তারা আশা করছে, নতুন নিয়মে এ ধরনের অসঙ্গতি দূর হবে।

মেটা ও টিকটকের পাশাপাশি ইউরোপে অ্যামাজন, অ্যাপল, বুকিং.কম, গুগল, মাইক্রোসফট, এক্স (টুইটার), স্ন্যাপচ্যাট ও পিন্টারেস্টকেও এই তদারকি ফি দিতে হয়।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে কার্যকর হওয়া ডিএসএ অনুযায়ী, বড় অনলাইন প্ল্যাটফর্মগুলোকে অবৈধ ও ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হবে। নিয়ম না মানলে বৈশ্বিক বার্ষিক আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

ডিবিটেক/বিএমটি