দীর্ঘ লেখা শেয়ারের নতুন সুবিধা আনছে থ্রেডস
মেটার সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস নতুন একটি ফিচার পরীক্ষা করছে, যেখানে ব্যবহারকারীরা আলাদা আলাদা পোস্টের বদলে একটি পোস্টেই দীর্ঘ লেখা শেয়ার করতে পারবেন। খবর টেকক্রাঞ্চ।
নতুন “টেক্সট অ্যাটাচমেন্ট” ফিচারটি ব্যবহার করে গভীর চিন্তা, বইয়ের অংশ বা খবরের সংক্ষিপ্তাংশ সহজেই শেয়ার করা যাবে।
এই ফিচারটি প্রথম শনাক্ত করেন অ্যাপ গবেষক রাডু অনসেস্কু। তিনি জানান, দীর্ঘ লেখা পোস্টে ধূসর বক্স আকারে দেখা যাবে, আর পুরো কনটেন্ট পড়তে চাইলে ব্যবহারকারীরা সেটিতে ক্লিক করতে পারবেন।
প্রতিদ্বন্দ্বী এক্স (পূর্বের টুইটার) আগে থেকেই প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য দীর্ঘ লেখা পোস্টের সুবিধা দিচ্ছে। তবে থ্রেডসের নতুন এই ফিচার সবার জন্য উন্মুক্ত রাখলেও ভবিষ্যতে তা পরিবর্তন হতে পারে। বর্তমানে শুধু লেখা শেয়ার করা গেলেও পরবর্তীতে ছবি ও ভিডিও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মেটা জানিয়েছে, শিগগিরই আরও ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হবে।
ডিবিটেক/বিএমটি







